Advertisement
১০ মে ২০২৪

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে প্যানের সঙ্গে আধার বাধ্যতামূলক করল কেন্দ্র

যাঁদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আধার জমা দেওয়া হয়নি, তাঁদেরও তা করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নইলে বন্ধ হবে সেই অ্যাকাউন্টের লেনদেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০৩:০০
Share: Save:

আধার নম্বর যাঁদের রয়েছে, তাঁদের ৩০ জুনের মধ্যে তা প্যানের সঙ্গে জুড়তে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে কেন্দ্র। এ বার ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলতেও প্যানের (বা ফর্ম-৬০) সঙ্গে আধার জমা দেওয়া বাধ্যতামূলক করল তারা। আধার লাগবে ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের যে কোনও লেনদেনেও।

যাঁদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আধার জমা দেওয়া হয়নি, তাঁদেরও তা করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নইলে বন্ধ হবে সেই অ্যাকাউন্টের লেনদেন।

এখনও পর্যন্ত আধার হাতে না- পেলেও ছাড় নেই। অ্যাকাউন্ট খুলতে জমা দিতে হবে তার জন্য আবেদনের প্রমাণ। কড়াকড়ি করা হয়েছে ছোট অ্যাকাউন্টের ক্ষেত্রেও। যা খুলতে কেওয়াইসি লাগে না, তেমনই জমা দেওয়া যায় না ৫০ হাজারের বেশিও।

শুক্রবার কেন্দ্রের এই ঘোষণায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখেছেন, সবাই আধার পাওয়ার আগে তা বাধ্যতামূলক করা উচিত নয়। আধার কর্তৃপক্ষের একটি সূত্রের অবশ্য দাবি, ইতিমধ্যেই সারা দেশে ১৮ বছরের বেশি বয়সিদের প্রায় সকলের তা তৈরি হয়ে গিয়েছে। এ রাজ্যেও তা অন্তত ৯৭%-৯৮%। যদিও অনেকের অভিযোগ, ওই নম্বর তৈরি হলেও তা হাতে আসেনি তাঁদের।

আরও পড়ুন:২০১৯ সাল থেকেই তথ্য মুঠোয় সুইস ব্যাঙ্কের

আয়কর রিটার্ন দাখিলের জন্য আধার বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। কিন্তু তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শেষমেশ শীর্ষ আদালত বলে, আধার থাকলে তা জমা দিতে হবে চলতি মাসেই। না-থাকলে ওই তথ্য জানানো বাধ্যতামূলক নয়। অনেকের মতে, ওই রায়ের পরেই আধার নিয়ে আরও তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্র। তবে এ দিনের নির্দেশে থাকছে প্রশ্নও।
যেমন, এখনও আধার না-থাকলে তা পাওয়ার আগে বড় লেনদেন কী ভাবে করা যাবে, তা স্পষ্ট নয়।

বাধ্যতামূলক দিতেই হবে


ব্যাঙ্কে নতুন সাধারণ অ্যাকাউন্ট খুলতে এ বার থেকে আধার লাগবেই


ওই নম্বর বাধ্যতামূলক হচ্ছে ৫০ হাজার টাকা কিংবা তার বেশি অঙ্কের লেনদেনেও


যাঁদের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আধার নম্বর দেওয়া নেই, তাঁদের তা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। নইলে তারপরে বন্ধ করে দেওয়া হবে ওই ব্যাঙ্ক
অ্যাকাউন্টে লেনদেন


প্যান না-থাকলে, আধার জমা দিতে হবে ফর্ম-৬০’এর সঙ্গে


কোনও সংস্থা অ্যাকাউন্ট খুলতে চাইলে, তার হয়ে যে সমস্ত ম্যানেজার বা কর্মী লেনদেন করবেন, আধার জমা দিতে
হবে তাঁদেরই


নতুন নিয়ম কার্যকর ১ জুন থেকে

না থাকলে


এখনও আধার হাতে না-পেয়ে থাকলে, অ্যাকাউন্ট খোলার সময়ে অন্তত দিতে হবে তা পাওয়ার জন্য আবেদনপত্র দাখিলের প্রমাণ


আধার জমাও দিতে হবে অ্যাকাউন্ট খোলার ছ’মাসের মধ্যে

কড়া ছোটতেও


যে সমস্ত ছোট অ্যাকাউন্টে কেওয়াইসি লাগে না এবং ৫০ হাজারের বেশি জমা দেওয়া যায় না, কড়াকড়ি এ বার সেখানেও


নতুন নিয়মে এ ধরনের অ্যাকাউন্ট খোলা যাবে শুধু ব্যাঙ্কের সেই সমস্ত শাখায়, যেখানে কোর ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে। বড়জোর খোলা যাবে সেই সব শাখাতেও, যেখানে নজরদারি চালানো সম্ভব


নিশ্চিত করতে হবে যে, ওই অ্যাকাউন্টে বিদেশ থেকে আসা কোনও টাকা জমা পড়বে না। কোনও ভাবে টপকানো যাবে না মাসে ও বছরে টাকা জমা
দেওয়ার ঊর্ধ্বসীমাও


সরকারি পরিচয়পত্রের জন্য আবেদনের প্রমাণ দিতে পারলে, আপাতত এই অ্যাকাউন্ট চালু থাকবে। কিন্তু টাকা নয়ছয়, সন্ত্রাসে যোগ কিংবা অন্য
কোনও রকম বেআইনি লেনদেন সেখানে হচ্ছে কি না, কড়া নজর রাখা হবে সে দিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhaar Card Bank Account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE