Advertisement
১৩ জুন ২০২৪
IATO

মেলেনি ত্রাণ, শিল্পের তকমা চায় পর্যটন ক্ষেত্র 

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টুর অপারেটর্সের (আইএটিও) আবার আর্জি, অদূর ভবিষ্যতে বিদেশি পর্যটকদের এ দেশে আসার কথা মাথায় রেখে বৈদ্যুতিন ভিসা, পর্যটন ভিসা এবং আন্তর্জাতিক উড়ান চালুর দিনক্ষণ ঘোষণার করুক সরকার। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ০৫:০৩
Share: Save:

অতিমারিতে পিঠ ঠেকেছে দেওয়ালে। বারবার আর্জি জানিয়েও ত্রাণের শিকে ছেঁড়েনি। এই অবস্থায় আগামী কেন্দ্রীয় বাজেটে আতিথেয়তা ক্ষেত্রকে (হোটেল, রেস্তরাঁ ও পর্যটন) অন্তত ‘শিল্পের’ তকমা দেওয়ার দাবি তুলল তাদের সংগঠন ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন্স অব ইন্ডিয়া (এফএইচআরএআই)। সংগঠনটির বক্তব্য, তাদের ব্যবসাকে চলতি কথায় শিল্প বলা হলেও সরকারি খাতায় সেই স্বীকৃতি এখনও নেই। তা থাকলে বাড়তি সুবিধা মেলে। পাশাপাশি, বিভিন্ন দেশের পর্যটক টেনে বিদেশি মুদ্রা আয় করায় এই ক্ষেত্রকে রফতানি শিল্পের স্বীকৃতি দেওয়ারও দাবি তুলেছে তারা।

দেশে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ সূত্র আতিথেয়তা ক্ষেত্র। অতিমারির জেরে গত সাত-আট মাসে বহু মানুষ কাজ হারিয়েছেন এখানে। ঘুরে দাঁড়ানোর জন্য ত্রাণের আর্জি জানিয়েও লাভ হয়নি। বাজেটে তাই এই ক্ষেত্রকে শিল্পের তকমা দেওয়ার আবেদন জানিয়েছে তারা। তাদের মতে, সে ক্ষেত্রে কম সুদে দীর্ঘমেয়াদে ব্যাঙ্ক ঋণ, করের ক্ষেত্রে বাড়তি সুবিধা, সরকারি মাসুলে ছাড় মিললে এই কঠিন পরিস্থিতিতে ব্যবসা চালানো সহজ হবে। এফএইচআরএআইয়ের সেক্রেটারি জেনারেল জেসন চাকো জানান, সম্প্রতি মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সেই স্বীকৃতি দিয়েছে। তবে কেন্দ্র একই সিদ্ধান্ত নিলে আলাদা ভাবে রাজ্য স্তরে কার্যত তার দরকার পড়বে না। একই ভাবে রফতানি ক্ষেত্রের স্বীকৃতি, বিদেশি মুদ্রা বাবদ আয়ের উপরে জিএসটি না-চাপানোরও আর্জি জানিয়েছেন তাঁরা।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টুর অপারেটর্সের (আইএটিও) আবার আর্জি, অদূর ভবিষ্যতে বিদেশি পর্যটকদের এ দেশে আসার কথা মাথায় রেখে বৈদ্যুতিন ভিসা, পর্যটন ভিসা এবং আন্তর্জাতিক উড়ান চালুর দিনক্ষণ ঘোষণার করুক সরকার।

কিন্তু ভ্রমণের মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? সংগঠনের প্রেসিডেন্ট প্রণব সরকারের বক্তব্য, সরকার অনেক ক্ষেত্রই চালু করে দিয়েছে। আরও কয়েকটি ক্ষেত্র খুলে দেওয়া হবে। নতুন পরিকল্পনার কথা বলছে পর্যটন মন্ত্রকও। বিদেশি পর্যটকেরা এ দেশের আসার অন্তত তিন থেকে ছ’মাস আগে পরিকল্পনা করেন। তাই কিছু দিন পরেও বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলতে হলে এখন থেকেই তার প্রস্তুতি শুরু করা দরকার। তা হলে ব্যবসা শুরু করতে পারবে বিদেশি পর্যটকদের নিয়ে কাজ করা সংস্থাগুলি। না হলে পর্যটন ক্ষেত্রের পুনরুজ্জীবন আরও কঠিন হয়ে পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industry IATO Tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE