Advertisement
১৭ মে ২০২৪

ফোক্সভাগেন ক্ষতিপূরণ মেটাবে ১৫৩০ কোটি ডলার

দূষণের দায়ে খেসারত ১,৫৩০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ কোটি টাকা)। গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকায় দূষণ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিল জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা ফোক্সভাগেন। তারই দায় হিসেবে ক্ষতিপূরণ বাবদ এখানে ওই অর্থ খরচ করতে রাজি হয়েছে তারা।

সংবাদ সংস্থা
ডেট্রয়েট শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০২:০৯
Share: Save:

দূষণের দায়ে খেসারত ১,৫৩০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ কোটি টাকা)।

গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকায় দূষণ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিল জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা ফোক্সভাগেন। তারই দায় হিসেবে ক্ষতিপূরণ বাবদ এখানে ওই অর্থ খরচ করতে রাজি হয়েছে তারা। এর জেরে বকেয়া মামলাগুলি আপসে মিটিয়ে নিতে পারবে সংস্থা।

গত বছর মার্কিন মুলুকে বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রথম সারির এই গাড়ি সংস্থার দূষণ কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। শুধু আমেরিকাই নয়, একই অভিযোগ উঠেছিল ইউরোপেও।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় পৌনে পাঁচ লক্ষ ২ লিটার ইঞ্জিনের ত্রুটিযুক্ত গাড়ি মেরামতি বা ফিরিয়ে নেওয়ার জন্য ১,০০০ কোটি ডলার ধার্য করেছে সংস্থাটি। ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ১৮ সেপ্টেম্বর, দূষণ কেলেঙ্কারি ধরা পড়ার আগের দাম ধরা হবে।

এ ছাড়াও প্রত্যেকটি গাড়ির মালিককে ৫,১০০-১০,০০০ ডলার অতিরিক্ত ক্ষতিপূরণ দেবে ফোক্সভাগেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Volkswagen compensate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE