Advertisement
০১ নভেম্বর ২০২৪

ভাল হবে পাট, আশা রাজ্যের

চলতি অর্থবর্ষে পাট চাষ হয়েছে প্রায় ৩.৮৭ লক্ষ হেক্টর জমিতে। হিসেব কষে দেখা গিয়েছে, তাতে সব মিলিয়ে ৫২ লক্ষ বেলের (১ বেল মানে ১৮০ কেজি) কিছু বেশি কাঁচা পাট উৎপাদন হওয়ার কথা। আর শেষমেশ তা সত্যি হওয়ার আশায় বুক বাঁধছে পাট শিল্প।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০১:২৬
Share: Save:

চলতি অর্থবর্ষে পাট চাষ হয়েছে প্রায় ৩.৮৭ লক্ষ হেক্টর জমিতে। হিসেব কষে দেখা গিয়েছে, তাতে সব মিলিয়ে ৫২ লক্ষ বেলের (১ বেল মানে ১৮০ কেজি) কিছু বেশি কাঁচা পাট উৎপাদন হওয়ার কথা। আর শেষমেশ তা সত্যি হওয়ার আশায় বুক বাঁধছে পাট শিল্প।

পাট পরামর্শদাতা পর্ষদ (জুট অ্যাডভাইসরি বোর্ড) অবশ্য বিভিন্ন দিক খতিয়ে দেখে পূর্বাভাস দিয়েছিল সারা দেশে ৭২ লক্ষ বেল উৎপাদনের। তবে শিল্প মহলের আন্দাজ সব রাজ্য মিলিয়ে তা ৬০-৬৫ লক্ষ বেলের বেশি হবে না।

হিসেব অনুযায়ী, পাট উৎপাদনের তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রাখা হয়েছে বিহারকে। সে রাজ্যে আট লক্ষ হেক্টরের কিছু বেশি জমিতে কাঁচা পাট উৎপাদন হতে পারে। অসম, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা প্রভৃতি পাট উৎপাদক রাজ্যগুলিকে ধরে সব মিলিয়ে সারা দেশে এ বছর ৬৪ লক্ষ ৭৬ হাজার বেলের মতো কাঁচা পাট উৎপাদন হতে পারে বলেই বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে মোট যা পাট উৎপাদন হয় তার ৯৮ শতাংশই ভারত এবং বাংলাদেশ জোগান দেয়। ভারত একাই ৫৭ শতাংশ কাঁচা পাটের জোগান দেয়, বাংলাদেশ করে ৪১ শতাংশের মতো। তবে ভারতে মোট যা পাট উৎপাদন হয়, তার মধ্যে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গই ৭৫ শতাংশ কাঁচা পাট উৎপাদন করে থাকে।

অন্য বিষয়গুলি:

Raw Jute Production West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE