Advertisement
০৭ মে ২০২৪

‘ইডিয়টসের’ মতো মাস্কেটিয়ার্স

‘‘থ্রি ইডিয়টসের মতো আমরা থ্রি মাস্কেটিয়ার্স। ববিদা, অরূপ এবং আমি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জন্য সব সময় প্রস্তুত। আমাদের বকবেন, ধমকাবেন। এবং আবার ভালও বাসবেন। এটাই চাই আমরা।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৭
Share: Save:

‘‘থ্রি ইডিয়টসের মতো আমরা থ্রি মাস্কেটিয়ার্স। ববিদা, অরূপ এবং আমি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জন্য সব সময় প্রস্তুত। আমাদের বকবেন, ধমকাবেন। এবং আবার ভালও বাসবেন। এটাই চাই আমরা।’’ কলকাতা পুরসভার ১১২, ১১৩ নম্বর ওয়ার্ডে একটি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কয়েক হাজার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা এবং ডজন
খানেক কাউন্সিলরের সামনে বৃহস্পতিবার এমনটাই বললেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

ওই এলাকায় দীর্ঘ দিন ধরেই বুস্টার পাম্পিং স্টেশনের চাহিদা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় টালিগঞ্জ বিধানসভা এলাকার অধীনে ওই অঞ্চলে প্রায় ৯৪ হাজার মানুষের জন্য বুস্টার পাম্পিং স্টেশনটির উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE