Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাইক নিয়ে ফের ছিনতাই

সাত ঘণ্টার ব্যবধানে শহরের দু’জায়গায় সোনার হার ছিনতাই। দু’টি ঘটনাতেই তাড়া করে ধরা হয় ছিনতাইকারীদের। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া সোনার অলঙ্কারও। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রথম ঘটনাটি ঘটে সিঁথির দীপেন ঘোষ সরণিতে। একটি মোটরবাইককে তাড়া করছে গাড়ি। গাড়ির পিছনে দুই তরুণী ‘চোর, চোর’ বলে ছুটছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০২:৪১
Share: Save:

সাত ঘণ্টার ব্যবধানে শহরের দু’জায়গায় সোনার হার ছিনতাই। দু’টি ঘটনাতেই তাড়া করে ধরা হয় ছিনতাইকারীদের। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া সোনার অলঙ্কারও।

রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রথম ঘটনাটি ঘটে সিঁথির দীপেন ঘোষ সরণিতে। একটি মোটরবাইককে তাড়া করছে গাড়ি। গাড়ির পিছনে দুই তরুণী ‘চোর, চোর’ বলে ছুটছেন। কিছুক্ষণে বাইককে টপকে রাস্তা আটকে দাঁড়াল ওই গাড়িটি। দ্রুত গতিতে যেতে যেতে আচমকা ব্রেক কষায় রাস্তায় পড়ে গেল মোটরবাইকে থাকা দুই যুবক।

পুলিশ জানায়, বিধান পার্ক এলাকার বাসিন্দা এক তরুণী ও তাঁর কিশোরী বোন রাস্তা দিয়ে হাঁটার সময়ে হঠাৎ সামনে বাইকে নিয়ে দাঁড়ায় দুই যুবক। পিছনে বসা যুবক তাঁর গলার সোনার হার ধরে টান মারে। তরুণী চিৎকার করতেই তারা পালানোর চেষ্টা করে। কিছুটা দূরে দাঁড়ানো একটি গাড়ির চালক ঘটনাটি দেখে বাইকটিকে তাড়া করেন। দুই যুবককে বমাল পাকড়াও করে পুলিশে খবর দেওয়া হয়। ধৃতদের নাম মহম্মদ রাজু ও মহম্মদ জিশান।

দ্বিতীয় ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। পুলিশ জানিয়েছে, খিদিরপুর মোড়ের কাছে লাল সিগন্যাল থাকায় বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন এক যুবক। হঠাৎই পিছন থেকে হেঁটে আসা এক যুবক বাইকচালকের হার ছিনিয়ে দৌড়তে শুরু করে। বাইক নিয়ে তাকে তাড়া করেন যুবক। সঙ্গে তাড়া করেন কর্তব্যরত এক পুলিশকর্মীও। শেষে ধরা পড়ে ছিনতাইকারী। পুলিশের বক্তব্য, ওই বাইক আরোহী ওয়াটগঞ্জ স্ট্রিটের বাসিন্দা, তাঁর নাম অজয়কুমার সাউ। ধৃতের নাম অজিত ঝা। উদ্ধার হয়েছে হারটি।

আতঙ্ক: গত ১৯ অগস্ট ফুলবাগান এলাকায় অস্ত্র দেখিয়ে হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সে ক্ষেত্রেও মোটরবাইকে করে দুই যুবক এসেছিল বলে অভিযোগ ছিল। রবিবারের দু’টি ঘটনায় ছিনতাইকারীরা কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে গেলেও মোটরবাইক নিয়ে পর এক ছিনতাইয়ের ঘটনায় যে আতঙ্ক ছড়াচ্ছে, স্বীকার করছে পুলিশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE