Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বেআইনি অটো বন্ধের দাবি, স্তব্ধ পরিষেবা

স্থানীয় অটো ইউনিয়নের অভিযোগ, মাত্র চার কিলোমিটারের রুটে প্রায় ৬৫০টি অটো চলে। তার মধ্যে ২৫০টির পারমিট নেই। এর পরেও নতুন অটোর পারমিট দেওয়া হচ্ছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০২:৪৪
Share: Save:

বেআইনি অটো বন্ধ করতে প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। এই অভিযোগ তুলে শুক্রবার বাগুইআটি-উল্টোডাঙা রুটে সারা দিন অটো বন্ধ রাখা হল।

স্থানীয় অটো ইউনিয়নের অভিযোগ, মাত্র চার কিলোমিটারের রুটে প্রায় ৬৫০টি অটো চলে। তার মধ্যে ২৫০টির পারমিট নেই। এর পরেও নতুন অটোর পারমিট দেওয়া হচ্ছে। বারবার আবেদনেও বেআইনি অটো বন্ধ করতে পদক্ষেপ করছে না প্রশাসন। ফলে আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে। একই অবস্থা বিধাননগর কমিশনারেটের উল্টোডাঙা থেকে সল্টলেকের বিভিন্ন রুটেও।

এ দিনের অটো বন্ধের জেরে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, আগে না জানিয়ে এ ভাবে অটো বন্ধ রাখা অনুচিত। বাগুইআটি-উল্টোডাঙা রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সম্পাদক গৌতম সরকারের অভিযোগ, ‘‘৬৫০টি অটো রয়েছে। অনেকগুলোর বৈধ পারমিট নেই। তা সত্ত্বেও বারাসত মোটর ভেহিক্‌লস থেকে অটোর পারমিট দিচ্ছে। এ সবে আর্থিক লোকসান হচ্ছে চালকদের।’’

পারমিট না থাকলে কেন পুলিশ বা আঞ্চলিক পরিবহণ দফতর পদক্ষেপ করছে না?

বিধাননগর পুলিশের এক কর্তা জানান, পারমিট দেয় পরিবহণ দফতর। তবে নিয়মিত গাড়ি পরীক্ষা করে পুলিশ। অটোর বৈধ অনুমতি না থাকলে কড়া পদক্ষেপ করা হবে। উত্তর ২৪ পরগনার আঞ্চলিক পরিবহণ অধিকর্তা সিদ্ধার্থ রায় জানান, আবেদনকারীরা আদালতে গিয়েছিলেন। আদালতের নির্দেশেই ওই রুটে অটোগুলি চলছে। বেআইনি অটো বন্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বেআইনি অটোর বিরুদ্ধে অভিযান চলছে, চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baguiati-Ultadanga Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE