Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

যাদবপুর পথ দেখিয়েছিল। সেই পথেই বুধবার সল্টলেকের হোমিওপ্যাথি হাসপাতালের অধিকর্তার অপসারণ চেয়ে গণভোট করল ছাত্রছাত্রীরা। হোমিওপ্যাথি হাসপাতালে দীর্ঘ দিন ধরেই কর্তৃপক্ষ বিশেষত অধিকর্তার ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন ছাত্রছাত্রীরা। এর পরে তাঁরা অনশনেও বসেন। অধিকতার্র অপসারণের দাবি তুলেছিলেন তাঁরা।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০০:০১
Share: Save:

অধিকর্তার অপসারণ চেয়ে গণভোটে পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা

যাদবপুর পথ দেখিয়েছিল। সেই পথেই বুধবার সল্টলেকের হোমিওপ্যাথি হাসপাতালের অধিকর্তার অপসারণ চেয়ে গণভোট করল ছাত্রছাত্রীরা। হোমিওপ্যাথি হাসপাতালে দীর্ঘ দিন ধরেই কর্তৃপক্ষ বিশেষত অধিকর্তার ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন ছাত্রছাত্রীরা। এর পরে তাঁরা অনশনেও বসেন। অধিকতার্র অপসারণের দাবি তুলেছিলেন তাঁরা। সেই দাবির পক্ষে হাসপাতালের কত জন রয়েছেন, তা জানতে এ বার তাঁরা গণভোটের আয়োজন করেন। ছাত্রছাত্রীদের দাবি, ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩৭৫ জন ভোট দিয়েছেন। গণভোটে ৯০ শতাংশের বেশি ভোটারেরা অধিকর্তার অপসারণের পক্ষেই মত দিয়েছেন। মাত্র ৪ শতাংশের কিছু বেশি ভোট অধিকর্তার পক্ষে গিয়েছে। কিছু ভোট বাতিল হয়েছে। তবে অনেকেই এই ভোটে অংশ নেননি। ছাত্রছাত্রীদের একাংশের দাবি, অনেকে নানা সমস্যার কারণে ভোট দিতে পারেননি। তবে তাঁরা নৈতিক ভাবে পড়ুয়াদের দাবি সমর্থন করেছেন। ছাত্রছাত্রীরা জানান, দীর্ঘ দিন ধরেই তাঁরা অধিকর্তার একাধিক অনৈতিক কাজের প্রতিবাদ করেছেন। কিন্তু ছাত্রছাত্রী ছাড়াও কর্মরত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের মতামত জানতেই এই গণভোটের আয়োজন করা হয়েছিল। অধিকর্তা এস কে নন্দা বলেন, ‘‘এই ধরনের বেআইনি কাজ নিয়ে উচ্চস্তরে জানাব। এই ভোটকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। হাসপাতালের একাংশ দীর্ঘ দিন ধরে নানা ভাবে অসহযোগিতা করছে। ভোট তারই অংশমাত্র।’’

পুলিশের হাতে জাদুঘরের নিরাপত্তার ভার

রাজ্যপালের নির্দেশ অনুযায়ী বুধবার কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অফিসার জয়দীপ দাস ভারতীয় জাদুঘরের নিরাপত্তা আধিকারিকের দায়িত্ব নিলেন। তবে এতেই বির্তকমুক্ত হল না জাদুঘর। জয়দীপবাবু দায়িত্ব নেওয়ার পরেই এ দিন একটি নতুন নির্দেশিকা জারি করেছেন জাদুঘরের অধিকর্তা বি বেণুগোপাল। ওই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ মার্চ জারি করা নির্দেশিকা সংশোধন করে শিল্পকলা বিভাগের প্রধান নীতা সেনগুপ্তকে নিরাপত্তা আধিকারিকের বদলে নিরাপত্তার ‘লিঙ্ক অফিসার’ হিসেবে কাজ করবেন। এর আগে নীতাদেবীকেই নিরাপত্তা আধিকারিকের পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছিলেন অধিকর্তা। কিন্তু রাজ্যপাল সেই বিজ্ঞপ্তি বাতিল করে কলকাতা পুলিশকে এই কাজের দায়িত্ব দেন।

‘প্রতারণা’, গ্রেফতার ৪

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন চার জন। মঙ্গলবার বাগুইআটি ও এয়ারপোর্ট থানা এলাকা থেকে সায়নদীপ চট্টোপাধ্যায়, সঞ্জয় চক্রবর্তী, স্বরূপ দাস ও বিধান ভক্ত নামে ওই চার জনকে ধরা হয়। উদ্ধার হয়েছে প্রচুর নথি ও ফাইল। পুলিশ জানায়, সম্প্রতি বাগুইআটি ও এয়ারপোর্ট থানায় চাকরির নামে প্রতারণার দু’টি আলাদা অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে মঙ্গলবার গোয়েন্দারা বাগুইআটি থানার জোড়া মন্দিরের একটি ‘জব কনসাল্‌টেন্সি’র অফিসে হানা দিয়ে সংস্থার মালিক সায়নদীপকে গ্রেফতার করেন। অভিযোগ, রেল, ব্যাঙ্ক, স্কুলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেন সায়নদীপ। টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন তিনি। মঙ্গলবারই কৈখালিতে অন্য একটি জব কনসাল্‌টেন্সি থেকে ধরা হয় সঞ্জয়, স্বরূপ ও বিধানকে। অভিযোগ, তাঁরাও একই ভাবে চাকরিপ্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নিতেন। চাকরিতে যোগ দেওয়ার আগে গ্রুমিংয়ের নামেও টাকা নেওয়া হত। বিধাননগর সিটি পুলিশের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, ‘‘কোম্পানি দু’টির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কত টাকার প্রতারণা করা হয়েছে, হিসেব করে দেখা হচ্ছে।’’ পুলিশ জেনেছে, সংস্থা দু’টি মূলত কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের প্রত্যন্ত এলাকার চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করত।

বোমা ফেটে জখম এক

বোমা ফেটে জখম হলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার বোড়ালের সরলদিঘি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সমাজবিরোধীদের একটি ডেরায় দুই ব্যক্তি বোমা বাঁধার কাজ করছিল। আচমকাই বিস্ফোরণ হয়। পুলিশ জানায়, অলোক মণ্ডল নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। সে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য জন ঘটনার পর থেকেই পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আদতে বিষ্ণুপুরের বাসিন্দা অলোক পুরভোটের আগে বোমা বাঁধার কাজ করতেই ওই এলাকায় এসেছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে বিষ্ণুপুর থানায়। ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘প্রতারণা’, ধৃত ১

ভুয়ো ব্যাঙ্ক ড্রাফ্‌ট দেখিয়ে সিগারেট প্রস্তুতকারী একটি সংস্থা থেকে প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী তুলেছিল এক ব্যক্তি। যে গাড়িতে ওই সামগ্রী সংগ্রহ করা হয়েছিল, তার চালককে বুধবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আসলাম খান। পুলিশ সূত্রে খবর, সিগারেট প্রস্তুতকারী সংস্থার তরফে ওই ড্রাফ্‌ট ব্যাঙ্কে জমা দিতে গেলে কর্তৃপক্ষ দেখেন, ড্রাফ্‌টটি নকল। এর সুমন্ত বসাক নামে এক ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে আসলামকে ধরে। মূল অভিযুক্ত এখনও ফেরার।

তদন্ত শুরু

সল্টলেকের নয়াপট্টি থেকে দুই ব্যবসায়ী নিখোঁজের ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে হাতে নিয়েছিল সিবিআই। বুধবার শুরু হল সেই ঘটনার তদন্ত। এ দিন রাতে ওই দুই ব্যবসায়ীর পরিজনদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারীরা। গত জুলাই মাসে নয়াপট্টি থেকে ওই দুই ব্যবসায়ী নিখোঁজ হন। প্রথমে তদন্তে নামে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পরে পরিবারের সদস্যেরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশে তদন্ত-ভার নেয় সিবিআই।

সাইবার থানা চালু

বিধাননগরে চালু হল পৃথক সাইবার থানা। গত কয়েক বছরে প্রচুর অভিযোগ জমা পড়েছিল। কিন্তু, বিধাননগর কমিশনারেটের সাইবার সেলের পরিকাঠামো অপ্রতুল হওয়ায় সমস্যা বাড়ছিল। সেই সমস্যা দূর করতেই পৃথক সাইবার থানা তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এত দিন বিধাননগর কমিশনারেটের অফিসেই সাইবার থানার কাজ চলছিল। স্থান সংকুলানের জন্য বুধবার থেকে বিধাননগর উত্তর থানার দোতলায় সাইবার থানার কাজ সরানো হল।

বাস থেকে পড়ে মৃত্যু

চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়দানের ক্যাথিড্রাল রোডে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনু দাস (৫৩)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আয় ঘুম যায় ঘুম

নিদ্রা-সফর। বুধবার, শহরে। ছবি: সুমন বল্লভ।

আশুতোষ কলেজের শতবার্ষিকী ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে। ছবি: বিশ্বনাথ বণিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE