Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

চেয়ারম্যানের উপস্থিতিতেই কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলরের মারমুখী আচরণে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পুরসভার অধিবেশন পর্ব। পরিস্থিতি সামাল দিতে ওই দুই কাউন্সিলরকে বার বার অনুরোধ করেন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০১:৪০
Share: Save:

মারমুখী কাউন্সিলরেরা

নিজস্ব সংবাদদাতা

চেয়ারম্যানের উপস্থিতিতেই কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলরের মারমুখী আচরণে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পুরসভার অধিবেশন পর্ব। পরিস্থিতি সামাল দিতে ওই দুই কাউন্সিলরকে বার বার অনুরোধ করেন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। তাতে কান না দিয়েই মিনিট দশেক চলে কংগ্রেসের প্রকাশ উপাধ্যায় এবং তৃণমূলের মইনুল হক চৌধুরীর বাদানুবাদ। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অধিবেশনের কাজ। এ দিন দুপুর আড়াইটে নাগাদ বিজ্ঞাপন বিভাগ সম্পর্কে প্রকাশবাবুর তোলা এক প্রস্তাবের জবাবে মেয়র পারিষদ (বিজ্ঞাপন) দেবাশিস কুমারের একটি মন্তব্যের পরে বিবাদে জড়ান ওই দুই কাউন্সিলর। তা গড়ায় হাতাহাতির দিকে। পরিস্থিতি চরম আকার নিতে অতীন ঘোষ, দেবাশিস কুমার, তারক সিংহ এবং অমল মিত্রেরা তাঁদের আটকান। শেষমেশ প্রকাশবাবুকে হাউস থেকে বাইরে বার করে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন দেবাশিসবাবুরা।

প্রতারক ধৃত

প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। বুধবার, সল্টলেকের করুণাময়ী থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আশিস দে আদতে বারাণসীর বাসিন্দা। তিনি শিয়ালদহে একটি হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশ জানায়, এক নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থার কর্তা হিসেবে নিজের পরিচয় দিয়ে অনলাইনে মোবাইল বিক্রির ফাঁদ পাতেন আশিস। পুলিশের দাবি, জেরায় তিনি ছ’টি প্রতারণার কথা স্বীকার করেছেন। এখনও পর্যন্ত আশিস প্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করেছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

বৃষ্টির ব্যথা। বুধবার, ই এম বাইপাসে। ছবি: শৌভিক দে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE