Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

নতুন বাস কেনার জন্য ক্যালকাটা ট্রাম কোম্পানি (সিটিসি)-কে ৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষে ওই অর্থ সিটিসিকে দেওয়া হবে। সিটিসি সূত্রের খবর, বর্তমানে তাদের হাতে প্রায় ১০০-র বেশি ট্রাম রয়েছে।

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

বাস কিনতে টাকা

নতুন বাস কেনার জন্য ক্যালকাটা ট্রাম কোম্পানি (সিটিসি)-কে ৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থবর্ষে ওই অর্থ সিটিসিকে দেওয়া হবে। সিটিসি সূত্রের খবর, বর্তমানে তাদের হাতে প্রায় ১০০-র বেশি ট্রাম রয়েছে। বাস রয়েছে প্রায় ৩৭০টি। সংস্থার বার্ষিক আয়ের অর্ধেকের বেশি আসে বাস চালিয়ে। কিন্তু হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ শহরতলির বিস্তীর্ণ এলাকায় ওই সংখ্যক বাস যে যথেষ্ট নয়, তা স্বীকার করে নিয়েছে সিটিসি। ফলে এক দিকে কম সংখ্যক বাস, অন্য দিকে কোষাগারে টান। নিগমের এক কর্তা জানান, এই দুই সমস্যা সমাধানে বাস কেনাই একমাত্র পথ। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছিল না। ফলে রাজ্য সরকার ওই টাকা দিলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মত পরিবহণ কর্তাদের। এ ব্যাপারে নিগমের এক কর্তা বলেন, “ওই টাকা পেলে সমস্যা মিটবে বলেই আমরা আশা করছি।”

বাঁচলেন তরুণী

মেট্রোচালকের তত্‌পরতায় প্রাণে বাঁচলেন এক তরুণী। বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। মেট্রো সূত্রে খবর, ট্রেন আসতে দেখে আচমকা ওই তরুণী আপ লাইনে ঝাঁপ দেন। চালক বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন। ফলে ওই তরুণী প্রাণে বেঁচে যান। এর পরে ছুটে আসেন মেট্রো-কর্মীরা। চালকও নেমে পড়েন। আসে আরপিএফ। সবাই মিলে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাড়িতে এ দিন ওই তরুণীর সঙ্গে তাঁর বাবা-মায়ের ঝগড়া হয়েছিল। তার পরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। হাসপাতালে সুস্থ হয়ে যাওয়ায় সন্ধ্যায় তরুণীকে তাঁর বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় জখম

ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর থানা এলাকায় খন্না মোড়ের কাছে নলিন সরকার স্ট্রিটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম বাসুদেব দাস। তাঁকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে খন্না মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন বাসুদেববাবু। সে সময়ে আচমকাই দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্যাক্সি তাঁকে ধাক্কা মারে। ঘটনার পরেই ট্যাক্সি নিয়ে পালিয়ে যান চালক। পুলিশ অবশ্য ট্যাক্সিটির নম্বর পেয়েছে। এক ট্রাফিক পুলিশকর্মী জানান, নম্বর দেখে চালকের খোঁজ শুরু হয়েছে।

চুরি করে ধৃত

একটি অফিসে চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি থেকে ধরা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহাবীর বোহরা। তাঁর বাড়ি রাজস্থানের বিকানেরে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৮ লক্ষ ১২ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর পোস্তা থানা এলাকার জগমোহন মল্লিক লেনে একটি বহুতলের সাততলার একটি অফিসে চুরি হয়েছিল। সেই রাতে ডুপ্লিকেট চাবি দিয়ে অফিসের দরজা খুলে ক্যাশবাক্স নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন মহাবীর। মালিক মান্তু বর্মা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।

ভ্রম সংশোধন

‘কলকাতা’য় ১৫ ডিসেম্বর প্রকাশিত সেন্ট পল্‌স ক্যাথিড্রালে পিয়ানো-সন্ধ্যা ছবিটির উপলক্ষ ছিল
ডায়োসেস অব ক্যালকাটা-র ২০০ বছর পূর্তি। এ কথা জানিয়েছেন ডায়োসেসের সম্পাদক আবির অধিকারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE