Advertisement
০৪ জুন ২০২৪

জল খাওয়া বারণ, অথচ তাতেই রান্না

দেগঙ্গার প্রতিটি এলাকার ভূগর্ভস্থ জলে মিলেছে আর্সেনিক। ইতিমধ্যেই দেগঙ্গা ব্লকে মারা গিয়েছেন ৩৪ জন। সহায়-কুমারপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ৭৩।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০২:৪৪
Share: Save:

সরকার থেকে স্কুলে বসিয়ে দেওয়া হয়েছে কল। কিন্তু সেই জলে আর্সেনিক থাকায় পড়ুয়াদের খেতে নিষেধ করা হয়েছে। অগত্যা তাদের ব্যাগের সামনে সার দিয়ে রাখা জলের বোতল। অথচ, স্কুলের মিড-ডে মিল রান্না হচ্ছে ওই কলের জলেই। পাঁচ বছর ধরে এমন ভাবে চলছে দেগঙ্গার সহায়-কুমারপুর প্রাথমিক বিদ্যালয়।

দেগঙ্গার প্রতিটি এলাকার ভূগর্ভস্থ জলে মিলেছে আর্সেনিক। ইতিমধ্যেই দেগঙ্গা ব্লকে মারা গিয়েছেন ৩৪ জন। সহায়-কুমারপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ৭৩। প্রধান শিক্ষিকা শেহনাজ খাতুন বলেন, ‘‘পাঁচ বছর আগে জলে আর্সেনিক ধরা পড়ে। বহু দফতরে আবেদন করেও সুরাহা হয়নি। বাধ্য হয়ে পড়ুয়াদের বোতলে জল আনতে বলেছি।’’ রান্নার কাজে যুক্ত রহিমা বিবি বলেন, ‘‘আশপাশের বাড়ি থেকে রান্নার জল মেলে না। তাই বাধ্য হয়ে আর্সেনিক থাকা জলেই কাজ করতে হয়।’’

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arsenic Midday Meal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE