Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অগ্নিকাণ্ডের পরে ঘুম ভাঙছে তিন পুরসভার

দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, বেসরকারি বাজারগুলির হাল খতিয়ে দেখে তা নিয়ে আলোচনা করা হবে। তবে বিধাননগর পুর কর্তৃপক্ষের কথায়, কিছু সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে কয়েকটি বাজার তৈরি হয়ে রয়েছে।

গোরাবাজারে চলছে সাফাইয়ের কাজ। ফাইল চিত্র।

গোরাবাজারে চলছে সাফাইয়ের কাজ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ০২:০১
Share: Save:

গোরাবাজারের ঘটনায় কিছুটা হলেও নড়ে বসছে পুর প্রশাসন। পুরসভা পরিচালিত বাজারগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে পদক্ষেপ করার পরিকল্পনা করছে দমদম, দক্ষিণ দমদম এবং বিধাননগর পুরসভা। দমদম পুর এলাকার অধীন গোরাবাজার, ২ নম্বর মতিলাল বাজার-সহ বড় বাজারগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখার পরিকল্পনাও করা হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর। তবে নোয়াপাড়া উপ নির্বাচনের কারণে এখনই কোনও ঘোষণা করছেন না পুর কর্তৃপক্ষ।

কিন্তু প্রশ্ন উঠেছে, বেসরকারি বাজারগুলির অবস্থা কী হবে। দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, বেসরকারি বাজারগুলির হাল খতিয়ে দেখে তা নিয়ে আলোচনা করা হবে। তবে বিধাননগর পুর কর্তৃপক্ষের কথায়, কিছু সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে কয়েকটি বাজার তৈরি হয়ে রয়েছে। সেখানেও পুরসভা কিছু করতে পারছে না।

রবিবার গভীর রাতে দমদমের গোরাবাজারে আগুন লাগে। পরের দিন দুপুর বারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তত ক্ষণে অধিকাংশ দোকানই পুড়ে যায়। নষ্ট হয় কয়েক কোটি টাকার সম্পত্তি। চার দিন পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বৃহস্পতিবারেও দিনভর ধ্বংসাবশেষ সরানোর কাজ চলেছে। বৃহস্পতিবার বাজারটি পরিদর্শন করেন কেএমডিএ-র ইঞ্জিনিয়ারেরা। দমদম পুরসভা জানিয়েছে, ইঞ্জিনিয়ারদের দেওয়া রিপোর্ট দেখে পুর ও নগরোন্নয়ন দফতর প্রয়োজনীয় পরামর্শ দেবে। সেই অনুসারে কাজ করবে পুরসভা।

গোরাবাজারের মতো বড় না হলেও, দক্ষিণ দমদম ও বিধাননগর পুর এলাকাতে বেশ কয়েকটি বাজার রয়েছে। শুধু সল্টলেকেই রয়েছে বিধাননগর পুরসভা পরিচালিত কয়েকটি বাজার। অগ্নি নির্বাপণের তেমন ব্যবস্থা না থাকলেও চওড়া পথ, খালি জায়গা এবং একাধিক প্রবেশ পথের কারণে দুর্ঘটনা ঘটলেও দ্রুত বেরনো যাবে। কিন্তু বাগুইআটি, জগৎপুর, কেষ্টপুর, রাজারহাট-গোপালপুর এলাকার বাজারগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে।

বিধাননগর পুরসভার মেয়র তথা বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ‘‘সল্টলেকের বাজারের পরিকাঠামো তুলনায় ভাল। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে দমকল দফতরের প্রস্তাব পেলে ভাল হয়। সেই অনুসারে পদক্ষেপ করা হবে।’’ দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, নাগেরবাজারের কাছে একটি আধুনিক বাজার গড়ে তোলার প্রকল্প অনেক আগেই নেওয়া হয়েছিল। এই ঘটনার পরে দ্রুত তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE