Advertisement
১১ মে ২০২৪

স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বেসরকারি হাসপাতালের লাগামছাড়া চিকিৎসার খরচে রাশ টানার পরে বেসরকারি স্কুলগুলিতে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও রাজারহাটে নারায়ণপুর এলাকায় সেন্ট জনস হাইস্কুলে বার্ষিক ফি এক ধাক্কায় অনেকটা বেড়ায় পথে নামলেন অভিভাবকেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০১:২৭
Share: Save:

বেসরকারি হাসপাতালের লাগামছাড়া চিকিৎসার খরচে রাশ টানার পরে বেসরকারি স্কুলগুলিতে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও রাজারহাটে নারায়ণপুর এলাকায় সেন্ট জনস হাইস্কুলে বার্ষিক ফি এক ধাক্কায় অনেকটা বেড়ায় পথে নামলেন অভিভাবকেরা। বুধবার দুপুর বারোটা নাগাদ ফি বৃদ্ধির প্রতিবাদে আধ ঘণ্টারও বেশি সময় ধরে নারায়ণপুরে রাস্তা অবরোধ করেন তাঁরা। পরে বিধাননগর পুলিশ ও পুরসভার ডেপুটি কমিশনার বিষয়টিতে হস্তক্ষেপ করেন। স্কুল কর্তৃপক্ষ আপাতত ফি বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলে অবরোধ ওঠে।

অভিভাবকদের অভিযোগ, গত বছর পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক ফি ছিল ৩৭০০ টাকা। তা বাড়িয়ে স্কুল কর্তৃপক্ষ প্রায় ৯০০০ টাকা করে দেন। অভিযোগ, গত শিক্ষাবর্ষে ওই স্কুলের মাসিক ফি ছিল এক হাজার টাকা। এ বার তা বেড়ে হয় ১৪০০ টাকা। অভিভাবকেরা জানান, স্কুল কর্তৃপক্ষকে বারবার ফি কমাতে বলা হলেও কোনও কথা শোনেননি। তাই বাধ্য হয়েই অবরোধ করতে হয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর পুরসভার ডেপুটি কমিশনার তাপস চট্টোপাধ্যায়। তিনি কিছু অভিভাবককে সঙ্গে নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। ঠিক হয়, আপাতত গত শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ীই ফি দিতে হবে। পরে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে ফি বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করা হবে। অবরোধ তুলে নিলেও অভিভাবকেরা জানিয়ে দিয়েছেন, ফের ফি বাড়লে পথে নামবেন তাঁরা। এক অভিভাবক ছোটন হালদার বলেন, "এলাকার অধিকাংশ মানুষই আর্থিক ভাবে স্বচ্ছল নন। তাই এই স্কুলের ফি অনেক কম ছিল। অথচ অভিভাবকদের না জানিয়ে ফি বাড়ানো হল।’’

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর তথা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘‘এখানে কোনও বেআইনি কাজ হতে দেব না। তাই আমরা স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আগামী দিনে রাজ্যের স্কুলশিক্ষা দফতরকেও বিষয়টি জানানো হবে। নিয়ম মেনেই কাজ করতে হবে।’’ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে কেউ কোনও কথা বলতে চাননি। স্কুলে ঢুকতে গেলেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guardians School Fees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE