Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তিন দিনের ছুটি ইনাম পেল পুলিশ

পুজোয় ও মহরমে ডিউটিরত পুলিশকর্মীদের কাজে খুশি হয়ে তাঁদের জন্য তিন দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর ফলে এ বার পুলিশকর্মীরা উৎসবের দিনে কাজ করার জন্য মোট ১৩ দিনের ছুটি পাবেন। যার মধ্যে আট দিন সিসিএল, দু’দিন বিশেষ ছুটি এবং তিন দিন অতিরিক্ত ছুটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০১:৪৫
Share: Save:

ছুটির রাজ্যে ভাল কাজ করার ইনামও ছুটি!

পুজোয় ও মহরমে ডিউটিরত পুলিশকর্মীদের কাজে খুশি হয়ে তাঁদের জন্য তিন দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর ফলে এ বার পুলিশকর্মীরা উৎসবের দিনে কাজ করার জন্য মোট ১৩ দিনের ছুটি পাবেন। যার মধ্যে আট দিন সিসিএল, দু’দিন বিশেষ ছুটি এবং তিন দিন অতিরিক্ত ছুটি। সেই সঙ্গে এসএমএস করে পুলিশকর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে খবর, পুজো এব‌ং মহরম নির্বিঘ্নে শেষ হওয়ার পরে সোমবার পুলিশকর্তাদের মোবাইলে মুখ্যমন্ত্রীর তরফে এসএমএস পৌঁছয়। যাতে লেখা রয়েছে,‘‘দুর্গাপুজো-মহরমে পুলিশ যে ভাবে কঠিন পরিশ্রম করে উৎসবকে সফল করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক পুলিশকর্মী সাধারণ মানুষের মন জয় করেছেন। এর জন্য আমি পুলিশকর্মীদের তিন দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করছি।’’

পুলিশের একাংশ জানান, দশমীতে তাঁদের মোবাইলে মুখ্যমন্ত্রীর বিজয়ার বার্তা আসে। আর সোমবার এল উপরি পাওনা।

পুলিশের একাংশের মতে, বাহিনীর নিচুতলার কর্মীরা বকেয়া ডিএ না পেয়ে এমনিতেই অখুশি। প্রায় মহালয়া থেকে তাঁদের টানা ডিউটি করতে হচ্ছে। দশমীর পরে মহরম হয়ে গেলেও ভাসান শেষ হয়নি। আজ, মঙ্গলবার রেড রোডে প্রদর্শনী রয়েছে। আর এ দিনই বিসর্জনের শেষ দিন। ফলে গভীর রাত পর্যন্ত ডিউটি করতে হবে পুলিশকর্মীদের।

লালবাজার পুজোর জন্য ছ’দিন বিশেষ বাহিনী মোতায়েন করেছিল যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো দেখতে পারেন। তাতে বাহিনীর বড় অংশই চতুর্থী থেকে রাস্তায় নেমে পড়ে। নিজের পরিবার-পরিজনকে ভুলে পুজোর ক’দিন দশ-বারো ঘণ্টা ডিউটি করেছেন পুলিশকর্মীরা। তার সঙ্গে যোগ হয়েছে মহরম এবং কার্নিভাল। তিন মাস আগে থেকে পরিকল্পনা ছকে সেই মতো এগোনোর সুফল তাঁরা পেয়েছেন বলে দাবি করেছেন পুলিশের কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE