Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিমানে ব্যাঘাত ঘটিয়ে ধৃত

বিমান তখন সবে মাটি ছেড়ে আকাশে ডানা মেলেছে। আচমকা চিৎকার করে প্রচণ্ড ভয়ে হাত-পা ছুড়তে শুরু করে দেন এক যাত্রী। সিট বেল্ট খুলে নিজের আসন ছেড়ে ছুটে গিয়ে বিমানের দরজা খোলার চেষ্টা করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০০:২৬
Share: Save:

বিমান তখন সবে মাটি ছেড়ে আকাশে ডানা মেলেছে। আচমকা চিৎকার করে প্রচণ্ড ভয়ে হাত-পা ছুড়তে শুরু করে দেন এক যাত্রী। সিট বেল্ট খুলে নিজের আসন ছেড়ে ছুটে গিয়ে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। বিমানসেবিকারা শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পাইলট বিপদ বুঝে বিমানের মুখ ঘুরিয়ে নেমে আসেন।

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ইন্ডিগোর বিমানটি ১৪৪ জন যাত্রী নিয়ে মুম্বই যাচ্ছিল। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আতঙ্কিত এই যাত্রীর নাম সন্দীপ দাঁ। বাগুইআটির বাসিন্দা মুম্বইয়ে চাকরি করেন। এর আগেও তিনি বিমানে যাতায়াত করেছেন। তা হলে কেন এমন করলেন? বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি টেক-অফের পর ইঞ্জিনের আওয়াজ বেড়ে যাওয়ায় ঘাবড়ে যান সন্দীপ। তাঁর ধারণা হয় বিমানটি ভেঙে পড়বে। মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা আইনানুযায়ী শাস্তিযোগ্য। সন্দীপকে গ্রেফতারও করা হলেও রাতে জামিন পান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aircraft unrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE