Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেয়র-পত্নীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকড!

এ বার কলকাতা পুরসভার মেয়রের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকার হানা। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা চালায় হ্যাকাররা। এমন অভিযোগই জানিয়েছেন শোভনবাবু।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১৮:৫৬
Share: Save:

এ বার কলকাতা পুরসভার মেয়রের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকার হানা। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা চালায় হ্যাকাররা। এমন অভিযোগই জানিয়েছেন শোভনবাবু।

অ্যাক্সিস ব্যাঙ্কের বেহালা শাখায় রত্নাদেবীর একটি অ্যাকাউন্ট আছে। গত দু’দিন ধরে রাতের দিকে তাঁর মোবাইলে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত মেসেজ আসছিল। সেখান থেকেই জানা যায়, কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছে। যদিও ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় কোনও লেনদেন করা সম্ভব হয়নি। এর পরেই মেয়র মঙ্গলবার ব্যাঙ্কের ওই শাখায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শোভনবাবু।

আরও পড়ুন: পুরভোটের ফল প্রকাশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে প্রদেশ কংগ্রেস

গত কয়েক দিন ধরে সাইবার হামলায় নাজেহাল গোটা বিশ্ব। এর মধ্যে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এ দিন শোভনবাবু বলেন, ‘‘সব কিছু ডিজিটাল করার পিছনে দৌড়চ্ছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় মানুষের আর্থিক নিরাপত্তার প্রশ্নটি ফের সামনে চলে এল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sovan Chatterjee Mayor Bank Account Hacking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE