Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রাতভর পথে পড়ে থেকে মৃত্যু প্রৌঢ়ের

মৃতের পরিজনেদের অভিযোগ, সারা রাত রাস্তার পাশে পড়ে থেকে গোঙাচ্ছিলেন ওই ব্যক্তি। এমনকী গভীর রাতে কয়েক জন মাছের আড়তদার ওই পথে যাওয়ার সময়ে তাঁকে গোঙাতে দেখেছিলেন। কিন্তু পুলিশে খবর দেননি কেউই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০২:০৪
Share: Save:

আত্মীয়ের বাড়ির দোরগোড়ায় এসে অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। শুক্রবার, পর্ণশ্রী থানা এলাকার কে ডি মুখার্জি রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিষ্ণুপদ মিত্র (৫২)। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির বাড়ি মধ্যমগ্রামের কাঞ্চনতলায়।

মৃতের পরিজনেদের অভিযোগ, সারা রাত রাস্তার পাশে পড়ে থেকে গোঙাচ্ছিলেন ওই ব্যক্তি। এমনকী গভীর রাতে কয়েক জন মাছের আড়তদার ওই পথে যাওয়ার সময়ে তাঁকে গোঙাতে দেখেছিলেন। কিন্তু পুলিশে খবর দেননি কেউই। পরে ভোরবেলা নিথর এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়েরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর করতে গিয়ে জানতে পারে ওই ব্যক্তির মাসির বাড়ি পাশেই!

এ দিন মৃতের মেসোমশাই সুশীলকুমার আইচ জানান, বিষ্ণুপদ বৃহস্পতিবার দুপুরে তাঁদের দোকানে আসেন। কিন্তু বাড়িতে যাননি। ওই এলাকার কাছেই বিষ্ণুপদবাবুর মামারও বাড়ি। তিনি অসুস্থ মামীকে দেখতে সেখানে চলে যান। তবে মেসোমশাইকে বলে যান রাতে তাঁদের বাড়িতে আসবেন। বিষ্ণুপদবাবুর মাসিমা স্বপ্না আইচ বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে না আসায় ভেবেছিলাম মামার বাড়িতেই রয়ে গিয়েছে। তখনও বুঝতে পারিনি এমন বিপদ ঘটে গিয়েছে।’’

সুশীলবাবু পুলিশের সাহায্যে বিষ্ণুপদকে উদ্ধার করে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন স্বপ্নাদেবী আফসোস করে বলেন, ‘‘ছেলেটা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিল। অগ্ন্যাশয়ের সমস্যা ছিল। সম্প্রতি রক্ত পরীক্ষায় ধরা পড়েছিল যে হিমোগ্লোবিনের পরিমাণও খুব কম। চিকিৎসার জন্যই মাঝেমধ্যে কলকাতায় আসত।’’ পরিবার সূত্রে খবর, বিষ্ণুপদবাবুর স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আপাত ভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Unnatural Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE