Advertisement
১১ মে ২০২৪

উন্নয়নের খন্দে জল জমার শঙ্কা

ইস্ট-ওয়েস্ট মেট্রো বড়বাজার এলাকায় তাদের যে কাজ শুরু করেছে, গোটা বর্ষাকাল জুড়েই তা চলবে। তা নিয়ে স্থানীয় বাসিন্দারা যেমন চিন্তিত, তেমনই চিন্তার ভাঁজ পড়েছে পুর-কর্তৃপক্ষের কপালেও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০০:০০
Share: Save:

সামনেই বর্ষা। কিন্তু শহর জুড়ে নির্মাণকাজ চলায় যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। তাতে দুর্ঘটনার আশঙ্কা তো বাড়ছেই, সঙ্গে রয়েছে আরও একটি বড় সমস্যা। রাস্তার পাশে যে সব গর্তে দীর্ঘদিন ধরে জল জমে থাকছে, সেখানে তৈরি হচ্ছে ম্যালেরিয়া-ডেঙ্গির আঁতুড়ঘর। তাই যে সব সংস্থা শহর জুড়ে নির্মাণকাজ করছে, এ বার তাদের আগাম সতর্ক করল কলকাতা পুরসভা।

একই ভাবে নির্মাতা সংস্থাগুলিকে সতর্ক করেছে হাওড়া পুরসভাও। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বিভিন্ন এলাকায় বর্ষার জল কী ভাবে নামানো যাবে, তা নিয়ে চিন্তায় পুরসভা। সম্প্রতি একটি বৈঠক ডেকে প্রাক্‌ বর্ষার প্রস্তুতি হিসেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো-সহ বিভিন্ন নির্মাতা সংস্থাকে সতর্ক করা হয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো বড়বাজার এলাকায় তাদের যে কাজ শুরু করেছে, গোটা বর্ষাকাল জুড়েই তা চলবে। তা নিয়ে স্থানীয় বাসিন্দারা যেমন চিন্তিত, তেমনই চিন্তার ভাঁজ পড়েছে পুর-কর্তৃপক্ষের কপালেও। যদিও মেট্রো সূত্রে জানা গিয়েছে, যে পদ্ধতিতে তারা সুড়ঙ্গ খুঁড়ে বড়বাজার এলাকায় কাজ করবে, তাতে জল জমার সমস্যা হবে না। তবে বড়বাজারের যে সব বাড়ির নীচ দিয়ে সুড়ঙ্গ যাবে, তাদের বাসিন্দাদের সাময়িক ভাবে সরাতে হবে পুরসভাকে। এমনই জানাচ্ছেন পুরসভার এক কর্তা। মেট্রো-কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, যত তাড়াতাড়ি ওই বাড়ির বাসিন্দাদের সরানো হবে, তত তাড়াতাড়ি তাঁরা ওই কাজ শেষ করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Municipality Road Rainy Season KMC Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE