Advertisement
১১ মে ২০২৪

স্কুলের সুরক্ষার দায়িত্বে থাকবে পড়ুয়ারা

কলকাতার স্কুলের নিরাপত্তা রক্ষায় সরাসরি সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদেরই সংযুক্ত করার পরামর্শ দিল কলকাতা পুলিশ। নিরাপত্তার স্বার্থে এর আগে স্কুল কর্তৃপক্ষকে একাধিক পরামর্শ দিয়েছেন তাঁরা।

সুপ্রিয় তরফদার
শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০০:২৮
Share: Save:

কলকাতার স্কুলের নিরাপত্তা রক্ষায় সরাসরি সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদেরই সংযুক্ত করার পরামর্শ দিল কলকাতা পুলিশ। নিরাপত্তার স্বার্থে এর আগে স্কুল কর্তৃপক্ষকে একাধিক পরামর্শ দিয়েছেন তাঁরা। এ বার পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ করানোর পরামর্শ দিল পুলিশ। যদিও লিখিত আকারে সেই প্রস্তাব না এলে সামগ্রিক ভাবে তার রূপায়ণ সম্ভব নয় বলে সাফ জানালেন জেলা স্কুলপরিদর্শক অফিসের এক কর্তা। তবে পৃথক ভাবে কিছু স্কুল ইতিমধ্যেই এই পদক্ষেপ শুরু করে দিয়েছে।

লালবাজারের এক কর্তা জানান, পড়াশোনার পাশে পড়ুয়ারা স্কুল থেকেই ভাল নাগরিক হওয়ার শিক্ষা পায়। সেখানে দলবদ্ধ ভাবে কাজ করার মানসিকতা তৈরি হওয়া এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে বোধ থাকা জরুরি। ইতিমধ্যেই স্কুলশিক্ষা দফতর পড়ুয়াদের দলবদ্ধ ভাবে কাজ করার জন্য পাঠ্যক্রমে পরিবর্তন করেছে। এ বার সেই কাজে পুলিশও অংশগ্রহণ করতে চায় বলে জানান ওই কর্তা।

কলকাতা পুলিশের ওয়েবসাইটে স্কুলের নিরাপত্তা সংক্রান্ত যে পরামর্শ আছে, সেখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে প্রতিটি ক্লাসে কয়েক জন পড়ুয়াকে নিয়ে দল তৈরি করতে হবে। তাঁরা প্রত্যেক দিন ক্লাস শুরুর এক ঘণ্টা আগে স্কুলে আসবে। স্কুল চত্বরে অপরিচিত সন্দেহভাজন ব্যক্তি বা কোনও জিনিস দেখলে কর্তৃপক্ষকে তা জানাবে দলটি। প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে এই দলের সদস্যের পর্যায়ক্রমে পরিবর্তন করা উচিত। তা হলে এই প্রক্রিয়ার সঙ্গে সব পড়ুয়া যুক্ত হতে পারবে। প্রতি দিন স্কুল কর্তৃপক্ষকে রিপোর্ট করবে ওই দলটি।

এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘বর্তমান সমাজে পড়ুয়ারা দলবদ্ধ হয়ে কোনও কাজ করাটাই যেন ভূলে যাচ্ছে। সে কারণে পুলিশের সঙ্গে কথাবার্তার পরে স্কুলে এই প্রক্রিয়া চালু হয়েছে। পড়ুয়াদের চরিত্র গঠনে স্কুলের ভূমিকা থাকা উচিত।’’ যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমণ্ডল ভট্টাচার্য বলেন,‘‘পুলিশের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই তা চালু হয়ে গিয়েছে। ট্র্যাফিকের বিভিন্ন বিষয়ে পড়ুয়ারা অংশগ্রহণ করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Security School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE