Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জামিন মামলা সরল অন্য কোর্টে

বিবেকানন্দ রোডের উড়ালপুল ভাঙার ঘটনায় নির্মাণ সংস্থার কর্তা ও কর্মীদের জামিন দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অসীম রায় ধৃতদের জামিন খারিজ করলেও তাঁর ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সি এস কারনান জামিনের পক্ষে রায় দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৭:০৬
Share: Save:

বিবেকানন্দ রোডের উড়ালপুল ভাঙার ঘটনায় নির্মাণ সংস্থার কর্তা ও কর্মীদের জামিন দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অসীম রায় ধৃতদের জামিন খারিজ করলেও তাঁর ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সি এস কারনান জামিনের পক্ষে রায় দেন। নিষ্পত্তি না হওয়ায় জামিন মামলাটি চলে যায় হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের কার্যালয়ে। শুক্রবার সেই মামলাটি পাঠানো হল হাইকোর্টেরই তিন বিচারপতিকে নিয়ে গঠিত পৃথক একটি আদালতে। হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি রঞ্জিতকুমার বাগকে নিয়ে ওই আদালত গঠন হয়েছে।

হাইকোর্টের এক অফিসার জানান, অভিযুক্ত বা সরকার পক্ষের আইনজীবীরা তিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে মামলার দ্রুত শুনানি হয়। এ দিন উড়ালপুল ভাঙা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। আবেদনকারী রমাপ্রসাদ সরকার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, তিনি রাজ্যের দাখিল করা হলফনামায় সন্তুষ্ট নন। সরকারি কৌঁসুলি জানান, রেলের নির্মাণ সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছে রাজ্য। হলফনামায় তারা তা জানিয়েছে। ডিভিশন বেঞ্চ রাজ্যকে চার সপ্তাহে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE