Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিদ্যুৎ নেই, ঠিকানা তাই অন্য অফিস

সকাল ১১টা। গলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিচয়পত্র ঝুলিয়ে জীবন সুধা ভবন থেকে দু’হাতে নথি বোঝাই ব্যাগ নিয়ে বেরিয়ে আসছেন হাওড়ার বোটানিক্যাল গার্ডেন এলাকার এক বাসিন্দা।

ঠাঁইনাড়া: জীবন সুধা ভবনের পোড়া অফিস থেকে সরানো হচ্ছে নথিপত্র। শুক্রবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

ঠাঁইনাড়া: জীবন সুধা ভবনের পোড়া অফিস থেকে সরানো হচ্ছে নথিপত্র। শুক্রবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০১:৩৯
Share: Save:

শুক্রবার সকাল পৌনে ১১টা। নিম্নচাপের অঝোর বৃষ্টি মাথায় করেই জীবন সুধা ভবনে এসেছেন বেহালার বাসিন্দা সত্তর বছরের বৃদ্ধ অশোক বসাক। সাত তলার ‘ডেট রিকভারি ট্রাইব্যুনাল’-এ বেলা ১১টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। ১৯ তলা ওই বহুতলের গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী অশোকবাবুকে জানিয়ে দিলেন, স্টেট ব্যাঙ্ক, এলআইসি-র কর্মী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া বারণ রয়েছে। বৃহস্পতিবারের আগুনের পরে ১৯ তলা বহুতলটিতে বিদ্যুৎ নেই। কোথাও কোনও কাজ হচ্ছে না। বৃদ্ধের প্রশ্ন, ‘‘তা হলে আবার কবে আসতে হবে?’’ ওই নিরাপত্তারক্ষী অশোকবাবুকে জানালেন, খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সকাল ১১টা। গলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিচয়পত্র ঝুলিয়ে জীবন সুধা ভবন থেকে দু’হাতে নথি বোঝাই ব্যাগ নিয়ে বেরিয়ে আসছেন হাওড়ার বোটানিক্যাল গার্ডেন এলাকার এক বাসিন্দা। সহকর্মীর সঙ্গে ট্যাক্সিতে ওঠার সময় জানালেন, তিনি ১৫ তলায় ব্যাঙ্কের ফরেন এক্সচেঞ্জ বিভাগে কাজ করেন। জরুরি নথি নিয়ে তাঁকে স্ট্র্যান্ড রোডের সমৃদ্ধি ভবনে যেতে বলা হয়েছে। শুক্রবার সেখানেই কাজ করতে হবে তাঁদের।

নিরাপত্তারক্ষীরা জানান, জীবন সুধা ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলআইসি-র অনেক কর্মীই এ দিন অফিসে পৌঁছন সকালে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন, কাছাকাছি ওই সব প্রতিষ্ঠানের যে সব কার্যালয় রয়েছে, সেখানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নির্দেশ মতো কাজ করতে।
পাঁচ থেকে পনেরো তলার অফিসগুলির অনেক কর্মী সিঁড়ি বেয়ে তাঁদের অফিসে ঢোকেন ও জরুরি নথিপত্র, কম্পিউটার নিয়ে কর্তৃপক্ষের নির্দেশ মেনে অন্য অফিসে চলে যান। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ শুক্রবার জানান, জীবন সুধা ভবনের আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন ১৬ তলার সার্ভার থেকেই লেগেছিল বলে তাঁরা প্রাথমিক ভাবে জেনেছেন। তবে কতটা ক্ষতি হয়েছে তার মূল্যায়ণ চলছে বলে কর্তৃপক্ষ এ দিন জানিয়েছেন।।

নিরাপত্তারক্ষীরা এ দিন জানান, ১৭, ১৮ ও ১৯ তলার অফিসগুলির যে সব জিনিস পুড়ে রয়েছে, মেঝে ও দেওয়াল ঠান্ডা হওয়ার পরে সেগুলি সরানোর কাজ শুরু করতে বলেছেন দমকলের অফিসারেরা।

শেক্সপিয়র সরণি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জীবন সুধা ভবনে আগুন নিভে গেলেও যত ক্ষণ না দমকল ছাড়পত্র দিচ্ছে, তত ক্ষণ কাউকেই ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভবন কর্তৃপক্ষ। দমকলের একটি সূত্র জানায়, ওই বহুতলের ১৭-১৯ তলা ভস্মীভূত হয়ে গিয়েছে। বাকিগুলি কী অবস্থায় রয়েছে, কোথাও আগুনের তাপে চিড় ধরেছে কি না, তা গোটা বাড়িটি ঠান্ডা না হলে পরীক্ষা করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হতে কমপক্ষে তিন দিন লেগে যাবে।

তবে, পুলিশের অন্য একটি সূত্রেজানা গিয়েছে, এ দিন বেলায় জীবন সুধা ভবনে ফরেন্সিক বিশেষজ্ঞদের যাওয়ার কথা ছিল। কিন্তু ১৭, ১৮ ও ১৯ তলায় এত পরিমাণ জল জমে রয়েছে যে বিশেষজ্ঞেরা জানিয়ে দিয়েছেন, ওই জল সরানো না হলে তাঁরা যেতে পারবেন না। আগুন নেভানোর জন্য ওই জল ঢেলেছিলেন দমকলের কর্মীরা।

পুলিশ জানায়, ওই বহুতলে আগুন লাগা নিয়ে দমকলের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত কারও বিরুদ্ধে গাফিলতি বা অন্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে, দমকলের অফিসারেরা তদন্তকারী পুলিশ অফিসারদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা মনে করছেন, ১৭ তলায় থাকা কম্পিউটার সার্ভার রুমের এয়ার কন্ডিশনে শর্ট সার্কিট হওয়ার জন্যই আগুন লাগে। তবে, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই আগুন লাগার ঠিক কারণ জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE