Advertisement
১১ মে ২০২৪

খেলার টুকরো খবর

ডোমজুড়ের ওয়াদিপুর মহাকালীতলা যুবক সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত শেখ আবদুল লতিফ, স্বর্গীয় বিষ্ণুপদ মাঝি ও স্বর্গীয় প্রমীলা মাঝি মেমোরিয়াল ফরগুড ফুটবলে চ্যাম্পিয়ন হল দেউলপুর মিলন সঙ্ঘ। ফাইনালে ধূলাগোড়ি কালীমাতা সঙ্ঘকে তারা টাইব্রেকারে ২-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিডিও। —নিজস্ব চিত্র।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিডিও। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০১:৩২
Share: Save:

জয়ী দেউলপুর

নিজস্ব সংবাদদাতা • হাওড়া

ডোমজুড়ের ওয়াদিপুর মহাকালীতলা যুবক সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত শেখ আবদুল লতিফ, স্বর্গীয় বিষ্ণুপদ মাঝি ও স্বর্গীয় প্রমীলা মাঝি মেমোরিয়াল ফরগুড ফুটবলে চ্যাম্পিয়ন হল দেউলপুর মিলন সঙ্ঘ। ফাইনালে ধূলাগোড়ি কালীমাতা সঙ্ঘকে তারা টাইব্রেকারে ২-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ফাইনালে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও তমোঘ্ন কর, প্রাক্তন ফিফা রেফারি সাগর সেন, প্রাক্তন ফুটবলার সমীর মুখোপাধ্যায়, প্রণব চক্রবর্তী।

আন্তঃক্লাব ক্রিকেটে জয়ী আরামবাগ বয়েজ

আরামবাগ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আরামবাগ বয়েজ ক্লাব। শনিবার স্থানীয় কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে আয়োজিত ফাইনালে তারা ৫০ রানে আরামবাগেরই মানিক সঙ্ঘকে হারায়। টসে জিতে বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। জবাবে মানিক সঙ্ঘ ২৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৮ রান করে। ম্যাচের সেরা বয়েজ ক্লাবের অনিমেষ সরকার। তিনি ২৪ বলে ৬৬ রান করেন। বিজয়ী দলের হাতে স্থানীয় ভাবে সরোজকুমার প্রামানিক স্মৃতি কাপ তুলে দেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এই প্রতিযোগিতায় জেতায় বয়েজ ক্লাব জেতা স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে পারবে।

শ্যামপুরে ফুটবলে জয়ী বাসুদেবপুর অ্যাথলেটিক

হাওড়ার শ্যামপুর নবগ্রামে স্টার ইউনিয়ন ফুটবল ক্লাবের উদ্যোগে পাঁচ দিনের নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল বাসুদেবপুর অ্যাথলেটিক ক্লাব। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের ১৬টি দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয় ১১ মার্চ। ফাইনালে ওঠে উলুবেড়িয়া বাসুদেবপুর অ্যাথলেটিক ও শ্যামপুরের গড়চুমুক পরশমণি জুয়েলার্স। ১৫ মার্চ নবগ্রাম ফুটবল ময়দানে নির্ধারিত সময়ে ৪-২ গোলে গড়চুমুক পরশমণি জুয়েলার্সকে হারিয়ে দেয় বাসুদেবপুর অ্যাথলেটিক। ম্যান অব দ্য ম্যাচ বল বাসুদেবপুরের বিল্টু ধাড়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ওই দলেরই পিণ্টু ধাড়া। ম্যাচে রেফারি ছিলেন নিত্যানন্দ পাখিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE