Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বর্ণদুর্গা দর্শনে ঢল পঞ্চমীর সন্ধ্যাতেই

থিম নিয়ে মাতামাতি এ বারও হুগলির শহরাঞ্চলের পুজোয়। শহর জুড়ে কোথাও এক টুকরো রাজস্থান, সেখানে সশরীরে হাজির মরুভূমির জাহাজ। কোথাও বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতিকে মাথায় রেখে শান্তির খোঁজ। বিপুল জলরাশি নিয়ে কোথাও উপস্থিত পূণ্যতীর্থ হরিদ্বার। কোথাও শিশুমনের চাহিদাকে মাথায় রেখে হাজির টারজান।

শ্রীরামপুর গোস্বামীপাড়া সর্বজনীন

শ্রীরামপুর গোস্বামীপাড়া সর্বজনীন

প্রকাশ পাল
হুগলি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪১
Share: Save:

থিম নিয়ে মাতামাতি এ বারও হুগলির শহরাঞ্চলের পুজোয়। শহর জুড়ে কোথাও এক টুকরো রাজস্থান, সেখানে সশরীরে হাজির মরুভূমির জাহাজ। কোথাও বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতিকে মাথায় রেখে শান্তির খোঁজ। বিপুল জলরাশি নিয়ে কোথাও উপস্থিত পূণ্যতীর্থ হরিদ্বার। কোথাও শিশুমনের চাহিদাকে মাথায় রেখে হাজির টারজান।

বছর কয়েক আগেও মফস্সলের পুজো বলতে মূলত বিখ্যাত কোনও মন্দিরের আদলে তৈরি মণ্ডপে দেখা যেত কাঁথির শিল্পীদের হাতযশ। নজরকাড়া প্রতিমার সঙ্গে থাকত টুনি বাল্বের ঝলকানি। কোথাও টিউব বা বাল্ব। এখন সময় বদলেছে। শ্রীরামপুর থেকে বৈদ্যবাটি অথবা ডানকুনি, চণ্ডীতলার মতো জনপদেও বিশেষ কোনও ভাবনাকে আশ্রয় করে পুজোর আয়োজন হচ্ছে। এখন আর শুধু পুজো নয়, এর মাধ্যমে সামাজিক বার্তাও দিতে চাইছেন উদ্যোক্তারা।

শ্রীরামপুরের রায়ল্যান্ড রোডের ১৯-এর পল্লি দক্ষিণ উন্নয়ন সমিতির পুজোয় বৃক্ষ নিধনের প্রতিবাদ। গাছ থেকে বেরিয়ে আসবেন দেবী। চন্দনদস্যু বীরাপ্পনের আদলে মহিষাসুরের হাতে অসির বদলে আগ্নেয়াস্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ, যুদ্ধের বিরুদ্ধে সচেতনতাই মাহেশ জগন্নাথ ঘাট লেন (লক্ষ্মীঘাট) সর্বজনীনের থিম। শান্তির বার্তা দিতে মণ্ডপে বুদ্ধমূর্তি। জগন্নাথ ঘাট লেন (পূর্ব)-এর পুজোও নজরকাড়া। মাহেশ কলোনি সর্বজনীন পুজো কমিটির কর্তারা জানালেন, বিভিন্ন রূপে দেবী দুর্গা অসুর বধে উদ্যত, এমনই দৃশ্য দেখা যাবে তাঁদের মণ্ডপে। রামপুরিয়া কটন মিলের কাছে ইউথ রিক্রিয়েশন ক্লাবের থিম পূণ্যধামে সপ্তদুর্গা। গ্রাম্য পরিবেশে সাতটি পৃথক মন্দিরে বিভিন্ন রূপে দুর্গা। রায়ল্যান্ড সার্কুলার রোডের উপস্থাপনা মরুভূমির কেল্লায় দুর্গোত্‌সব। ঘুরে বেড়াবে জীবন্ত উট।

যাঁরা হরিদ্বার যাননি, তাঁদের গন্তব্য হতে পারে গঙ্গা লাগোয়া নেহরুনগর সর্বজনীনের পুুজো। মাঠজোড়া মণ্ডপে গঙ্গাপাড়ের এই পূণ্যতীর্থের আস্বাদ পাবেন দর্শনার্থীরা। ৫ ও ৬ এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর পৃষ্ঠপোষক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই জাঁকজমকের অভাব নেই শতাব্দীপ্রাচীন এই পুজোয়। মণ্ডপ তৈরি হচ্ছে অযোধ্যার একটি শিবমন্দিরের আদলে। শ্রীরামপুর আদালতের কাছে ভ্রাতৃ সঙ্ঘের পুজোর থিম উষ্ণায়ন। দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার বার্তা দিচ্ছে এই পুজো। চাতরা সিএসি ক্লাবের পুজোর মণ্ডপে হস্তশিল্প নজর কাড়বে দর্শনার্থীদের। ঠাকুরদাস বাবু লেনের মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, পাট, মাটির কুলো প্রভৃতি সামগ্রী দিয়ে। পশ্চিম শ্রীরামপুরে শিবমন্দির উন্নয়ন কমিটির মণ্ডপ দিল্লির ছত্রপুর মন্দিরের অনুকরণে। আদর্শ সমিতিতে সোনার বাংলায় পূজিতা হবেন দেবী। ২৮ পল্লিতে উঠে এসেছে সমুদ্র তটের বাঁশের কেল্লা।

বৈদ্যবাটি পুর-এলাকার পোদ্দারঘাটে দেখা যাবে আদিবাসীদের জীবন কাহিনী। মালিরবাগান সর্বজনীনের মণ্ডপ ব্যাঙের ছাতা। চ্যাটার্জিপাড়ার পুজোয় নানা মডেলে ফুটেয়ে তোলা হচ্ছে বাঙালির তেরো পার্বণ। চৈতালি সঙ্ঘের পুজো অবশ্য সাবেক ঘরানায়। গোবিন্দ মুখার্জি লেনের থিম পাখির বাসা। বেণি ব্যানার্জি লেন, সুভাষ সমিতির পুজোর আয়োজনেও পারিপাট্যের অভাব নেই।

ডানকুনি ভ্রাতৃ সঙ্ঘের মণ্ডপ এ বার টাইটানিক। কৃষ্ণনগরের প্রতিমা। চণ্ডীতলা নবজাগরণ সঙ্ঘের মণ্ডপ জয়পুরের একটি মন্দিরের আদলে। ভিতরে ২৬ হাত লম্বা স্বর্ণদুর্গা দর্শনে পঞ্চমীর সন্ধে থেকেই নেমেছে ঢল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal prakash pal pujo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE