Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হাওড়ায় বাড়ির দেওয়ালে রং দেওয়া ঘিরে বচসা, জখম চার

বাড়ির দেওয়ালে রং দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন কয়েক জন প্রতিবেশী। জখম হলেন চার জন। মাথা ফাটল এক মহিলার। বৃহস্পতিবার দোলের দিন দুপুরে, হাওড়ার ব্যাঁটরা থানার কালাচাঁদ নন্দী লেনের ঘটনা। আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০২:০২
Share: Save:

বাড়ির দেওয়ালে রং দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন কয়েক জন প্রতিবেশী। জখম হলেন চার জন। মাথা ফাটল এক মহিলার। বৃহস্পতিবার দোলের দিন দুপুরে, হাওড়ার ব্যাঁটরা থানার কালাচাঁদ নন্দী লেনের ঘটনা। আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, এ দিন বেলা ১২টা নাগাদ যোগমায়া সিনেমা হলের কাছে কালাচাঁদ নন্দী লেনের একটি মাঠে দোল খেলা হচ্ছিল। অভিযোগ, সে সময়ে কয়েকটি শিশু পিচকিরি দিয়ে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে রং দিয়ে দেয়। কেন বাড়ির দেওয়ালে রং দেওয়া হবে, তা নিয়ে ওই শিশুদের উপরে চড়াও হন বাড়ির মালিক। লোহার রড নিয়ে তিনি শিশুদের দিকে তেড়ে যান বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।

স্থানীয়দের আরও অভিযোগ, কয়েক জন প্রতিবেশী এই ঘটনার প্রতিবাদ করলে বাড়ির মালিকের সঙ্গে তাঁদেরও বচসা বেধে যায়। এর পরেই ওই ব্যক্তি লোহার রড দিয়ে এক মহিলা-সহ চার জনকে আঘাত করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার অন্য লোকজন চড়াও হন ওই ব্যক্তির বাড়িতে। শেষে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, দুই তরফেই ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

howah dol colour building colour southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE