Advertisement
০২ মে ২০২৪

বিজেপির মহিলা কর্মীকে মার, গ্রেফতার মা-মেয়ে

পুরভোটে প্রার্থী হওয়ায় তারকেশ্বরে বিজেপির এক মহিলা কর্মীকে দু’দিন আগে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কিছু মহিলা কর্মী-সমর্থকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শুভ্রা বন্দ্যোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মীর পড়শি এক প্রৌঢ়া এবং তাঁর মেয়েকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গায়ত্রী মাঝি ও তাঁর মেয়ে তুলসী— দু’জনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:৩৫
Share: Save:

পুরভোটে প্রার্থী হওয়ায় তারকেশ্বরে বিজেপির এক মহিলা কর্মীকে দু’দিন আগে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কিছু মহিলা কর্মী-সমর্থকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শুভ্রা বন্দ্যোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মীর পড়শি এক প্রৌঢ়া এবং তাঁর মেয়েকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গায়ত্রী মাঝি ও তাঁর মেয়ে তুলসী— দু’জনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গায়ত্রীদেবীদের দলীয় কর্মী হিসেবে মেনে নিলেও গোলমালের পিছনে রাজনৈতিক নয়, পারিবারিক বিবাদ রয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তারকেশ্বরের এক তৃণমূল নেতার দাবি, ‘‘ওই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। দু’পক্ষের পারিবারিক বিবাদে রাজনৈতিক রং লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’

তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জোতশম্ভু এলাকার বাসিন্দা শুভ্রাদেবী পুরভোটে ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া এবং কটূক্তি করা হচ্ছিল। ফল ঘোষণার পরেও হেনস্থা করা হয়, বাড়িতেও হামলা হয়। গত মঙ্গলবার তাঁর বাগান থেকে কয়েকটি কাঁঠাল পেড়ে নিয়ে যায় তৃণমূল সমর্থকেরা। প্রতিবাদ করায় সে দিন দুপুরেই একটি ভ্যান তাঁর বাড়ির সামনে রেখে রাস্তা আটকে দেওয়া হয়। তিনি প্রতিবেশীদের সে কথা জানান। এর পরেই তৃণমূল সমর্থক জনা বারো মহিলা তাঁর উপর লাঠি, কাটারি নিয়ে হামলা চালায়। বাড়ির সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। শুভ্রাদেবীর মাথা ফাটে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁর মাথায় কয়েকটি সেলাই পড়ে।

শুভ্রাদেবী বলেন, ‘‘বিজেপির হয়ে পুরভোটে দাঁড়ানোর জন্যই আমার উপর হামলা হল। এখানে থাকলে তৃণমূল ছাড়া অন্য কোনও দল করা যাবে না, এই বলে প্রায়ই আমাকে ওরা হুমকি দিত।’’ বিজেপির জেলা সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের দাবি, ‘‘যে হেতু শুভ্রাদেবী বাড়িতে একা থাকেন, তাই ওঁর উপর হামলা হল। তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে আমাদের উপর হামলা চালাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE