Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বেসরকারি ব্যাঙ্ক থেকে তিন সরকারি সংস্থার নামে ‘লেটার অব ক্রেটিড’ বার করে কয়েক কোটি টাকার জিনিস হাতানোয় বাবা-ছেলেকে ধরল পুলিশ। নাম রঞ্জিত এবং আনন্দ কোঠারি।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ০০:৩৪
Share: Save:

বাবা-ছেলে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বেসরকারি ব্যাঙ্ক থেকে তিন সরকারি সংস্থার নামে ‘লেটার অব ক্রেটিড’ বার করে কয়েক কোটি টাকার জিনিস হাতানোয় বাবা-ছেলেকে ধরল পুলিশ। নাম রঞ্জিত এবং আনন্দ কোঠারি। ২০১২ সালে ওই ব্যাঙ্ক অভিযোগ করে তাদের নামে। তারা জাহাজ থেকে আমদানি জিনিস সংগ্রহে তিন বেসরকারি সংস্থার কাগজ জাল করে প্রায় পনেরো কোটি টাকার ‘লেটার অব ক্রেটিড’ বার করে।

রেল পুলিশের উদ্যোগে ফুটবল

লোকাল ট্রেনের মহিলা-কামরায় পুরুষ যাত্রী উঠলেই তাঁদের পাকড়াও করা থেকে শুরু করে রেল সংক্রান্ত বিভিন্ন অপরাধে যুক্তদের ধরাই তাঁদের কাজ। কিন্তু এ বার একটু অন্য পথে হাঁটতে সম্প্রতি দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বেলুড় জিআরপি থানা। বেলুড় হাউজিং এস্টেট মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চাঁদমারি সন্ধ্যা মিলন সঙ্ঘ। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় রবীন্দ্রপল্লি সত্য সঙ্ঘকে। প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালের দিন জিআরপি-র হাওড়া ডিভিশনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

কোথায় কী

ডোমজুড়ে উত্‌সব

সম্প্রতি পালিত হল ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহ চামুন্ডামাতা অন্নকূট উত্‌সব কমিটির বাত্‌সরিক উত্‌সব। পুজোর দিন চামুন্ডামাতা মন্দির চত্বরে ছিল পঙক্তিভোজের ব্যবস্থা। এরপর প্রায় এক সপ্তাহ চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হয় যুগ থিয়েটারের নাটক ‘মহাবিদ্যা’, সৃষ্টি যাত্রাগোষ্ঠীর যাত্রা ‘তীর বেঁধা পাখি আর গাইবে না গান’ ও চামুন্ডামাতা যাত্রা ইউনিট পরিবেশিত যাত্রাপালা ‘আমি রাতের রজনীগন্ধা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE