Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলেও সাধারণ মানুষ অত্যাচারিত হলে কী ভাবে আইনি পরিষেবা পেতে পারেন, দিন কয়েক আগে সে সংক্রান্ত এক আলোচনাসভা হয়ে গেল বাগনানের রবিভাগে হেরিটেজ কলেজ অব এডুকেশন কলেজে। উলুবেড়িয়া মহকুমা আইনি পরিষেবা কমিটির পরিচালনায় এবং বাগনান এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ওই আলোচনাসভায় বক্তব্য পেশ করেন মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভাশিস ঘোষ।

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ০৩:০৮
Share: Save:

বাগনানে আইনি পরিষেবা নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • বাগনান

পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলেও সাধারণ মানুষ অত্যাচারিত হলে কী ভাবে আইনি পরিষেবা পেতে পারেন, দিন কয়েক আগে সে সংক্রান্ত এক আলোচনাসভা হয়ে গেল বাগনানের রবিভাগে হেরিটেজ কলেজ অব এডুকেশন কলেজে। উলুবেড়িয়া মহকুমা আইনি পরিষেবা কমিটির পরিচালনায় এবং বাগনান এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ওই আলোচনাসভায় বক্তব্য পেশ করেন মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভাশিস ঘোষ। উপস্থিত শ্রোতাদের শুভাশিসবাবু জানান, থানা অভিযোগ না নিলে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে পুলিশ সুপারকে জানান। সে ক্ষেত্রেও ব্যবস্থা না হলে আদালতে যান। ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানান। তিনি পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবেন। মহকুমা আদালত থেকে বিচার বিভাগের সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি আদালতে আইনি পরিষেবা কমিটি রয়েছে। সেখানে সাধারণ মানুষের জন্য বিনা খরচে আইনজীবী নিযুক্ত করে মামলা চালানোর ব্যবস্থা করা হয় এবং মামলা চালানোর যাবতীয় ব্যয় সরকার বহন করে। অপরাধের মীমাংসায় গ্রাম্য সালিশি সভা থেকে সকলকে বিরত থাকারও পরামর্শ দেন বিচারক। সভায় উপস্থিত ছিলেন আমতা দেওয়ানি আদালতের বিচারক (জুনিয়র ডিভিশন) সিদ্ধার্থশঙ্কর রায়, আইনজীবী সনাতন মুখোপাধ্যায়, বাগনান-১ ব্লকের বিডিও প্রণবকুমার মণ্ডল প্রমুখ।

পাণ্ডুয়ায় সমবায় ঘেরাও করল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া

ঋণ সংক্রান্ত তথ্য এবং বকেয়া আদায়- সহ ১২ দফা দাবিতে সমবায় দফতরে বিক্ষোভ দেখায় সমবায় সদস্যরা। বুধবার পাণ্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের হরাল ভূপেন্দ্রনাথ বাণী মন্দির কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমবায়টি সিপিএম পরিচালিত। ১৯৯৫ সালে সমবায় থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সেখানকার কিছু সদস্য। সমবায়ের তৃণমূল সদস্যদের অভিযোগ, দু’দশক কেটে গেলেও ঋণের টাকা উদ্ধার করছেন না সমবায় কর্তৃপক্ষ। ঋণ সংক্রান্ত তথ্যের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ঋণের টাকা অবিলম্বে আদায় করতে হবে এবং সেই তথ্য তাদের দেখাতে হবে। জেলা সমবায় দফতর এবং মহকুমাশাসকের (সদর) দফতরে অভিযোগ জানান আন্দোলনকারীরা। তৃণমূল নেতা আনিসুল ইসলাম বলেন, “সিপিএমের লোকজনকে বাড়তি সুবিধা দিতেই টাকা উদ্ধারে তত্‌পর হননি সমবায় কর্তৃপক্ষ।” সমবায় কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ মানেননি। সমবায়ের ম্যানেজার মতিউর রহমান বলেন, ‘‘আন্দোলনকারীদের দাবি ঋণ সংক্রান্ত তথ্য এখনই তাঁদের দেখাতে হবে। এরপর ঋণের টাকা আদায় করতে হবে। এত বছরের পুরানো তথ্য এখন খুজতে গেলে সময় লাগবে। কিন্তু ওঁরা সে সময় দিতে চাইছিলেন না। সন্ধ্যার পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়।’’

মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক অনুদান
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

গোঘাট-২ ব্লকে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হল। বুধবার বিডিও অফিস চত্বরে এক অনুষ্ঠানে মোট ৭২ জন মহিলার হাতে ওই টাকা তুলে দেন হুগলি জেলা সভাধিপতি শেখ মেহবুব রহমান। ওই ২০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা অনুদান, বাকি ১০ হাজার টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। এ ছাড়াও এ দিন ১৫০ জন দুঃস্থকে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে ৫ শতক করে জমির পাট্টা দেওয়া হয়। পাট্টা প্রাপকদের ইন্দিরা আবাস যোজনা প্রকল্প বাড়ি নির্মাণেরও ব্যবস্থা করা হবে বলে জানান সভাধিপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শিবপ্রিয় দাশগুপ্ত।

তাপস পালের বোন বিজেপি প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

এ বার বিজেপির টিকিটে পুরভোটের প্রার্থী হচ্ছেন তৃণমূলের অভিনেতা-সাংসদ তাপস পালের বোন পাপিয়া পাল। চন্দননগর কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি-র হয়ে মনোনয়ন দাখিল করেছেন তিনি। কয়েক মাস আগে মহিলাদের সম্পর্কে তাপসের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে বিজেপি-র হয়ে পাপিয়া দাঁড়ানোর বিষয়টি তাত্‌পর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

যান-শাসনে মৃত্যু

রাস্তায় যান-শাসনের কাজের মধ্যেই ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। পুলিশ জানায়, মৃতের নাম বিজয় বাহাদুর (২৪)। মঙ্গলবার রাতে তিনি জগদ্দল থানার সামনের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। সেই সময়েই একটি ম্যাটাডর ভ্যান বেপরোয়া ভাবে বিজয়-সহ চার জনকে ধাক্কা মেরে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় চার জনকেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে পাঠানো হয় কলকাতার আর জি কর হাসপাতালে। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। ভ্যানচালক এখনও পলাতক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE