Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

হাওড়ার আঞ্চলিক সিপিএম নেতা এবং পেশায় ঠিকাদার বলাই মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ রবিবার উদ্ধার হয়েছিল পিলখানার কাছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার কারখানা থেকে। তার ৪৮ ঘণ্টা পরেও ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থেকে গেল।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০১:২০
Share: Save:

ঠিকাদারের মৃত্যু নিয়ে ধন্দে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়ার আঞ্চলিক সিপিএম নেতা এবং পেশায় ঠিকাদার বলাই মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ রবিবার উদ্ধার হয়েছিল পিলখানার কাছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার কারখানা থেকে। তার ৪৮ ঘণ্টা পরেও ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থেকে গেল। রহস্য আরও গভীর হয়েছে পুলিশের হাতে মৃতদেহের ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে। ওই রিপোর্ট থেকে পুলিশ জেনেছে, বলাইবাবুর শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি তাঁকে আগে শ্বাসরোধ করে হত্যা করে তার পরে পুড়িয়ে মারা হয়েছিল কি না, তা-ও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলাইবাবু। তাঁর পরিবারের লোকজন অবশ্য এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে খুনের কারণ পুলিশের কাছে পরিষ্কার না হওয়ায় তারা প্রথম থেকেই ময়না-তদন্তের রিপোর্ট ও ফরেন্সিক পরীক্ষার উপরেই জোর দিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ফরেন্সিক বিশেষজ্ঞদের আসার কথা থাকলেও তাঁরা আসেননি। এ দিনও দফায় দফায় ওই কারখানার নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। বলাইবাবুর পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি খুন হয়েছেন বলে এখনও আমরা নিশ্চিত নই। কারণ, ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁর শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। এ জন্য ময়না-তদন্তের সবিস্তার রিপোর্ট আমরা করাচ্ছি। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও খবর দেওয়া হয়েছে।’’

গুলি করে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দিনেদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে পালাল চার দুষ্কৃতী। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে লিলুয়া জগদীশপুরের দেবীরপাড়ায়। বছর সাঁইত্রিশের ওই ব্যবসায়ীর নাম প্রবীর দাস। বাড়ি লিলুয়ার চকপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, পেশায় মোবাইলের সিমকার্ড বিক্রেতা প্রবীরবাবু এ দিন জগদীশপুরের বিভিন্ন দোকান থেকে বকেয়া টাকা তুলে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। দেবীরপাড়ার বেনারস রোড দিয়ে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে দু’টি মোটরবাইকে চার দুষ্কৃতী এসে তাঁকে ঘিরে ধরে। প্রবীরবাবু তখন টাকার ব্যাগটি জোর করে চেপে ধরেন। পুলিশ জানায়, তখনই ওই ব্যবসায়ীকে লক্ষ করে পরপর দু’টি গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রবীরবাবু। এ দিকে, গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজনও। দুষ্কৃতীদের তাড়া করতেই তারা তখন শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে দিল্লি রোডের দিকে পালিয়ে যায়। এলাকাবাসীরাই প্রবীরবাবুকে প্রথমে কোনা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে খুনের হুমকি, আটক যুবক
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

দাম্পত্য বিবাদ মেটাতে দু’পক্ষকে সালিশি সভায় ডেকেছিল পঞ্চায়েত। সেখানেই আগ্নেয়াস্ত্র ও ছুরি বের করে স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পুলিশ যুবককে আটক করেছে। সোমবার বিকেলে হাওড়ার শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ঘটনা। পুলিশ ও পঞ্চায়েত সূত্রে খবর, রতনপুর গ্রামের ওই যুবকের সঙ্গে উত্তর দুর্গাপুর গ্রামের ওই যুবতীর বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। যুবতীর পরিবারের তরফে আবেদনের ভিত্তিতে শ্যামপুর-২ ব্লকের আমড়দহ পঞ্চায়েতের কার্যালয়ে উভয় পক্ষকে আলোচনায় ডাকা হয়। সেখানে যুবতী জানান, তিনি স্বামীর সঙ্গে সংসার করবেন না। অভিযোগ, এ কথা শুনেই ক্ষিপ্ত যুবক আগ্নেয়াস্ত্র বের করে স্ত্রীকে খুনের হুমকি দেন। তাঁর বাবা পিস্তলটি কেড়ে নিলে যুবক অন্য পকেট থেকে একটি ছুরি বের করে স্ত্রীকে আক্রমণ করতে উদ্যত হন। সভায় হাজির লোকজন তাঁর হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে পুলিশকে খবর দেন। জেলা পুলিশের এক কর্তা জানান, ওই যুবক কোনও কাজকর্ম করতেন না। সেই নিয়েই স্বামী-স্ত্রীর বিবাদ। যুবককে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপপ্রধান জয়ন্ত পাত্র বলেন, ‘‘দাম্পত্য বিবাদ মেটাতে ডাকা সভায় যে এমন ঘটবে, ভাবতে পারিনি।’’

নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হল সাদত্‌পুর মহাবীর সমিতি

হাওড়ার জগত্‌বল্লভপুরের হাঁটালে নিউ মহাকালী শক্তি সঙ্ঘের উদ্যোগে নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হল সাদত্‌পুর মহাবীর সমিতি। হাওড়া ও কলকাতার মোট ৮টি দল যোগ দিয়েছিল। ১৫ মার্চ হাঁটাল নিউ মহাকালী শক্তি সঙ্ঘের এলসিএম মাঠে খেলার উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিকাশ পাঁজি। ফাইনালে জগত্‌বল্লভপুরের সাদত্‌পুর মহাবীর ব্যায়াম সমিতি বনাম জগত্‌বল্লভপুর বালিয়া ফুটবল অ্যাকাডেমির খেলায় সাদত্‌পুর মহাবীর সমিতি ২-১ গোলে জয়লাভ করে। প্রথমার্ধে সাদত্‌পুর মহাবীর ব্যায়াম সমিতির তুফান বর্মন গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বালিয়া ফুটবল অ্যাকাডেমি একটি গোল শোধ করে দেয়। খেলার শেষদিকে সাদত্‌পুর মহাবীর ব্যায়াম সমিতির তুফান বর্মন আরও একটি গোল করে দলকে জয় এনে জেন। ম্যান অফ দ্য ম্যাচ হন বালিয়া ফুটবল অ্যাকাডেমির অনিরুদ্ধ মাইতি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তুফান বর্মন। সেরা গোলকিপার নির্বাচিত হন বালিয়া অ্যাকাডেমির সুরজিত্‌ মুর্মু। খেলা পরিচালনা করেনে কাশীনাথ সেন।

কোথায় কী
শ্রীরামকৃষ্ণের জন্মোত্‌সব পালন

হাওড়ার সাঁকরাইল জঙ্গলপুর আড়গড়িতে শ্রীশ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম ও সেবা কেন্দ্রের উদ্যোগে শ্রীরামকৃষ্ণের ১৮০ তম জন্মোত্‌সব পালিত হল আশ্রম প্রাঙ্গণে। উদ্বোধন করেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পদবোধানন্দ। উত্‌সব উপলক্ষে প্রভাতে মঙ্গলারতি, পূজাপাঠ, প্রসাদ বিতরণ, আলোচনা, গীতাপাঠ, বেদমন্ত্র পাঠ, ভক্তিগীতির আয়োজন করা হয়।

চিকিত্‌সা শিবির

হাওড়া জগাছার মৌরিগ্রামে ইরিম আকুপাংচার হাসপাতালের উদ্যোগে তিনদিনব্যাপী প্রকৃতিমুখী চিকিত্‌সা পদ্ধতি শিবির হয়ে গেল। শিবিরে ছিল বিনা ওষুধে চিকিত্‌সা সম্পর্কে আলোচনা, স্বাস্থ্য-পরীক্ষা, কম খরচে আকুপাংচার, জৈব খাবার, ক্যানসার চিকিত্‌সা নিয়ে আলোচনা করা হয়।

ভ্রম সংশোধন

৩০ মার্চ প্রকাশিত প্রার্থী-তালিকায় শ্রীরামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম পণ্ডিতের পদবীর পাশে ভুল করে দাস এবং ওই দলেরই ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী উত্তম নাগের পাশে সাহেব লেখা হয়েছে। এ জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE