Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

জাতীয় সড়কে ট্রাফিক ডিউটি করছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। দীর্ঘক্ষণ একটি বাস এক জায়গায় দাঁড়িয়ে থাকায় তিনি সেটি সরাতে বলেছিলেন। অভিযোগ, এর পরেই ওই সিভিক কর্মীকে কটূক্তি এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বাসচালক। বুধবার ঘটনাটি ঘটেছে বালিতে।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩
Share: Save:

মহিলা সিভিক কর্মীকে ‘কটূক্তি’, ধৃত বাসচালক

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

জাতীয় সড়কে ট্রাফিক ডিউটি করছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। দীর্ঘক্ষণ একটি বাস এক জায়গায় দাঁড়িয়ে থাকায় তিনি সেটি সরাতে বলেছিলেন। অভিযোগ, এর পরেই ওই সিভিক কর্মীকে কটূক্তি এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বাসচালক। বুধবার ঘটনাটি ঘটেছে বালিতে। অজয় বাগ নামে ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এ দিন বেলা পৌনে ১২টা নাগাদ দু’নম্বর জাতীয় সড়কে বালি হল্ট স্টপে ডিউটি করছিলেন মাইতিপাড়া ট্রাফিক গার্ডের ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। তখন সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ডোমজুড়-করুণাময়ী রুটের একটি বাস। যানজট হয়ে যাওয়ায় ওই সিভিক কর্মী চালকের কেবিনের সামনে গিয়ে বাস সরাতে বলেন। অভিযোগ, এর পরেই চালক তাঁর উদ্দেশ্যে কটূক্তি করেন। এমনকী কেবিনের জানলা দিয়ে হাত বাড়িয়ে তাঁর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ। ওই মহিলা চেঁচামেচি শুরু করলে বাসটি পালায়। ঘটনাস্থলে আসেন বালি ট্রাফিক গার্ডের অফিসারেরা। ওই সিভিক কর্মী বলেন, “বাসটি দাঁড়িয়ে থাকায় গাড়ির লাইন লেগে যাচ্ছিল। তাই চালককে এগোতে বলি। তিনি যে এমন ব্যবহার করবেন, বুঝিনি। পুলিশ জানায়, এ দিন বাসটি যখন বালি হল্টের দিকে ফিরছিল তখন বালি ঘাট থেকে অজয়কে ধরা হয়।

বধূ নির্যাতনের মামলায় খালাস পেলেন স্বামী

নিজস্ব সংবাদদাতা • গোঘাট

বেঁটে, তাই লম্বা করতে কার্নিশ ধরে ঝুলতে বাধ্য করা হত তাঁকে। ২০০৮ সালের ১২ নভেম্বর গোঘাটের পান্ডুগ্রামের অনুভা মণ্ডল গোঘাট থানায় স্বামী বাবলু মণ্ডল-সহ শ্বশুড়বাড়ির ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে ২০১৩ সালের ৫ জুলাই আরামবাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সৌরভ দে রায় দেন। তাতে স্বামী বাবলু মন্ডলের ৬ মাসের কারাদণ্ড এবং অন্য চার আসামি শ্বশুড়-শ্বাশুড়ি-ননদ-ননদাইয়ের ৩ মাসের কারাদণ্ড, প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করার জন্য জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করে। এর পর আরামবাগ জজ কোর্টে বিচার চেয়ে আবেদন করেন প্রাথমিক শিক্ষক বাবলু মণ্ডল। সেখানে মামলার পর শেষ পর্যন্ত সকলকেই অভিযোগ থেকে মুক্তি দিলেন বিচারক। গত ৮ সেপ্টেম্বর আরামবাগ অ্যাডিশ্যনাল সেশন জজ কোর্টের বিচারক রসিদ আলম এই রায় দেন। রায়ে বলা হয়েছে, নির্যাতনের সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। নেই উপযুক্ত তথ্যপ্রমাণও নেই। অভিযোগ প্রমাণ না হওয়াতেই অভিযুক্তদের সসম্মানে মামলা থেকে নিষ্কৃতী দেওয়া হল। রায়ের পর বাবলু মণ্ডল বলেন, “বধূ নির্যাতন সংক্রান্ত আইনটির অপপ্রয়োগে অনেক অপমান এবং হেনস্থার পরে অবশেষে সুবিচার মিলল” যদিও বাপের বাড়ি বাঁকুড়ার জয়পুরের টানাদিঘিতে আশ্রিতা অনুভাদেবী আদালতে রায় মানতে পারেননি। তিনি বলেন, “সুবিচার পেতে আমরা উচ্চ আদালতে যাব।”

চণ্ডীতলায় খালপাড়ে ধসে পড়ল ৩টি দোকান

নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা

খালের ধারে ধসে ভেঙে পড়ল তিনটি দোকান। মঙ্গলবার ঘটনাটি ঘটে হুগলির চণ্ডীতলার নবাবপুরে। নবাবপুরের দুধকলমি বাজারে ওই খালের ধার ঘেঁষে অনেক দোকান। অভিযোগ, বেআইনি ভাবে সেচ দফতরের জমিতে বেশ কিছু দোকানঘর বানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে দোকানের সামনের রাস্তায় চিড় ধড়তে শুরু করে। বিকেলে তিনটি দোকান পুরোপুরি বসে যায়। তিনটির মধ্যে দু’টি গয়নার শোরুম এবং গয়না তৈরির দোকান ছিল। অন্যটি সেলুন। রাস্তায় চিড় দেখে বিপদ বুঝে দোকানগুলি থেকে জিনিসপত্র অবশ্য আগেই খালি করে ফেলা হয়েছিল। স্থানীয় বাসিন্দা রফিক মল্লিক জানান, তিনি সেলুনটি ভাড়া দিয়েছিলেন। গয়নার দোকান তাঁর ছেলের। এলাকার দোকানদারদের দাবি, মাস কয়েক আগে খাল সংস্কারের সময় মাটি পাড়ে না ফেলে ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। তাতেই এই বিপত্তি। রফিক অবশ্য মানছেন, দোকানগুলির কিছুটা অংশ সেচ দফতরের জমিতেই ছিল। পঞ্চায়েত বা প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। পঞ্চায়েত প্রধান তৃণমূলের সন্তু পালের প্রতিক্রিয়া, “মাত্র এক বছর প্রধান পদে বসেছি। দোকানঘরগুলি অনেক আগে হয়েছে। কোনটা খালের উপর, কোনটা নয়, বলতে পারব না।”

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। আহত হলেন তাঁর সঙ্গী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল স্টেশন রোডে। মৃতের নাম শেখর মণ্ডল (৩৭)। বাড়ি স্থানীয় হাওয়াপোঁতা গ্রামে। আহত রবীন থান্ডার হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দু’জন বাইকে চেপে সাঁকরাইল স্টেশনের দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের পাশে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শেখরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। আঘাত বেশি থাকায় রবীনবাবুকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ট্রাকটি আটক এবং চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অনশনে ডেল্টা জুটমিলের কর্মীরা

অবিলম্বে মিল খোলা, বকেয়া বেতন মেটানো-সহ নানা দাবিতে অনশন শুরু করলেন হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিলের কর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে ৬ জন কর্মী মিলের গেটের সামনে অনশনে বসেন। তাঁদের মধ্যে ভুলু চৌধুরী নামে এক কর্মী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাজী এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। মিন্টু খান নামে অনশনরত অপর এক কর্মী বলেন, “মিল বন্ধ থাকায় ঈদে আনন্দ করতে পারিনি। দুর্গাপুজোতেও একই অবস্থা হতে চলেছে। মিল খোলার ব্যাপারে প্রশাসন আশ্বাস দিয়েছিল। কিন্তু ৯ দিন কেটে গেলেও কিছুই তো হল না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের।” গত ৯ সেপ্টেম্বর শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে মিলে সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করেন। ফলে সাড়ে তিন হাজার কর্মী সমস্যায় পড়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE