Advertisement
০৪ মে ২০২৪

টুকরো খবর

শিক্ষকদের একাংশের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতি দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। পাল্টা অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের আবেদনের ভিত্তিতে কিছু অভিভাবকের স্কুল চত্বরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এই অবস্থায় আলোচনার জন্য অভিবাবকদের তরফে স্কুল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, আলোচনার মাধ্যমে তাঁরাও সমস্যা মেটাতে চান।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০০:৩২
Share: Save:

অভিভাবকদের বিরুদ্ধে আদালতে স্কুল কর্তৃপক্ষ
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

শিক্ষকদের একাংশের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতি দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। পাল্টা অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের আবেদনের ভিত্তিতে কিছু অভিভাবকের স্কুল চত্বরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এই অবস্থায় আলোচনার জন্য অভিবাবকদের তরফে স্কুল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, আলোচনার মাধ্যমে তাঁরাও সমস্যা মেটাতে চান। একাদশ শ্রেণির এক ছাত্রকে মারধর এবং তার প্রতিবাদ করায় দুই সহপাঠিনীকে মানসিক নির্যাতন করা হয়েছে, এই মর্মে শ্রীরামপুরের ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে গত মঙ্গলবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা করে শিক্ষকদের ডেকে পাঠায় পুলিশ। শুক্রবার অভিযুক্ত পাঁচ শিক্ষক আদালত থেকে জামিন নেন। তারপরই অভিযোগকারী এবং অভিভাবকদের একাংশের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন জানান স্কুল কর্তৃপক্ষ। এমনকী তাঁরা স্কুলচত্বরে অশান্তি পাকাতে পারেন এমন আশঙ্কাও করা হয় স্কুলের তরফে। স্কুল কর্তৃপক্ষের এই আবেদনের ভিত্তিতে স্কুলচত্বরে ওই অভিভাবকদের গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে স্কুলে পড়াশোনা-সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন অভিভাবকেরা। স্কুলের কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায় বলেন, ‘‘কোনও অবস্থাতেই স্কুলের সম্মানহানি বা পড়াশোনার ক্ষতি হয় এমন অবস্থা হতে দেব না। তবে কারও কোনও অসুবিধা থাকলে, তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করতেই পারেন।’’

ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

আরামবাগ বাসস্ট্যান্ড মার্কেট কমপ্লেক্সের দোতলায় নিজের দোকানে গলায় তারের ফাঁস দেওয়া এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ সইদুল ইসলাম (২৯)। বাড়ি কাছেই আন্দিমহল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সইদুলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী দোকানে খোঁজ নিতে এসে স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে তাঁর পা মাটিতে ঠেকেছিল। ইলেকট্রনিক্সের ওই দোকানের শাটারও অর্ধেক খোলা ছিল বলে তিনি পুলিশকে জানান। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের স্ত্রী ফরিদা বেগমের সন্দেহ, তাঁর স্বামীকে কেউ খুন করেছে। যদিও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ইমামদের সম্মেলন

ইমাম-মোয়াজ্জেমদের হুগলি জেলা সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল। পাণ্ডুয়ার কলবাজার সুলতানিয়া মাদ্রাসায় সম্মেলনে ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা, কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান প্রমুখ। সম্মেলনে ইমাম-মোয়াজ্জেমদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।


ইচ্ছেগাড়ি। উলুবেড়িয়ায়।


জগত্‌বল্লভপুর ও আমতার মধ্যে মুন্সিরহাট-ঘোড়াদহ রোডে চক সাহাদাতপুরের কাছে নিকাশি খালের উপরে
সেতুর রেলিং ভেঙে গিয়েছে। তার উপর দিয়েই বিপজ্জনক ভাবে চলাচল করছে যানবাহন। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE