Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

ঘণ্টা দু’য়েকের আলোচনার নির্যাস উত্‌পাদন চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত পেতে অপেক্ষা করতে হবে অন্তত পরবর্তী বৈঠক পর্যন্ত। ফলে ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিলে অচলাবস্থা অব্যাহত। প্রশাসনের অবশ্য দাবি, দ্রুত উত্‌পাদন চালুর ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে মালিকপক্ষের তরফে। মিলের উত্‌পাদন চালু করা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ত্রিপাক্ষিক বৈঠক হয় ভদ্রেশ্বর পুরভবনে।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ০১:৪০
Share: Save:

বৈঠকে মিলল না উত্‌পাদন শুরুর সঙ্কেত

নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর

ঘণ্টা দু’য়েকের আলোচনার নির্যাস উত্‌পাদন চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত পেতে অপেক্ষা করতে হবে অন্তত পরবর্তী বৈঠক পর্যন্ত। ফলে ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিলে অচলাবস্থা অব্যাহত। প্রশাসনের অবশ্য দাবি, দ্রুত উত্‌পাদন চালুর ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে মালিকপক্ষের তরফে। মিলের উত্‌পাদন চালু করা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ত্রিপাক্ষিক বৈঠক হয় ভদ্রেশ্বর পুরভবনে। বৈঠকে ছিলেন রাজ্যের শ্রম দফতরের পরিষদীয় সচিব তথা জেলার বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি বলেন, “উত্‌পাদন চালুর ব্যাপারটি চূড়ান্ত হয়ে গিয়েছে। মিলের মালিক বিদেশে আছেন। তিনি আগামী রবিবার ফিরবেন। কবে থেকে উত্‌পাদন চালু হবে, তিনি ফিরলেই তা ঠিক হবে।” শ্রমিক অসন্তোষের জেরে গত ৮ নভেম্বর থেকে এই জুটমিলে উত্‌পাদন বন্ধ। ওই দিন মিলের তাঁতঘর বিভাগ বন্ধের বিজ্ঞপ্তি দেন কর্তৃপক্ষ। পাশাপাশি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাঁতঘরের ছ’শো শ্রমিককে অন্য বিভাগে কাজ দেওয়া হবে। ওই সিদ্ধান্তের পিছনে কর্তৃপক্ষের ‘অভিসন্ধি’ রয়েছে এবং এর ফলে আখেরে তাঁদের কাজ হারাতে হবে, এই অভিযোগ তুলে শ্রমিকদের একাংশ মারমুখী হয়ে ওঠেন। মিলের ভিতরে এবং এক অফিসারের বাংলোয় যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। এক ম্যানেজারকে ঘর থেকে টেনে এনে মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। লাঠি চালিয়ে পরিস্থিতি বাগে আনে পুলিশ। কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ কয়েক জনকে গ্রেফতার করে। ওই ঘটনার পর থেকেই মিলে উত্‌পাদন বন্ধ। তপনবাবু ছাড়াও এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগরের উপ-শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত।

তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বাসে তরুণীর শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বাঁকুড়াগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি আরামবাগে পৌঁছলে ওই তরুণী স্থানীয় মানুষের সাহায্যে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায় ধৃতের নাম শেখ আলাউদ্দিন। বাড়ি বাঁকুড়ার ওন্দায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের বাসিন্দা ওই তরুণী কলকাতার একটি কলেজে আইন নিয়ে পড়াশোনা করছেন। এ দিন সকালের বাসে বাড়ি ফিরছিলেন। বাসের অন্য আসনে বসা সহযাত্রী বছর তিরিশের শেখ আলাউদ্দিনের বিরুদ্ধে তরুণীর অভিযোগ, তাঁর দিকে তাকিয়ে আলাউদ্দিন অশালীন ইঙ্গিত করছিল। বাসেই তিনি এর প্রতিবাদ করেন। যদিও আলাউদ্দিনেরও পাল্টা দাবি, সে ওরকম কিছু করেনি। এই অবস্থায় বাসের অন্য যাত্রীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু তারপরেও আলাউদ্দিন একইভাবে তাঁকে বিরক্ত করেছে বলে অভিযোগ তরুণীর। সাড়ে ১১টা নাগাদ বাসটি আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছলে তরুণী আলাউদ্দিনকে বাস থেকে টেনে নামাতে যান। অভিযোগ, সেই সময় সে তাঁর হাত মুচড়ে দেয়। তরুণী স্থানীয় লোকজনদের সব ঘটনা জানান। পুলিশেও খবর দেওয়া হয়। স্থানীয় লোকজনই আলাউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশকে সে জানিয়েছে, কাজের সূত্রে কলকাতায় থাকে। এ দিন বাড়ি ফিরছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।

বধূ নির্যাতন, স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বধূ নির্যাতনের অভিযোগে বুধবার রাতে আরামবাগের কড়ুই গ্রাম থেকে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ মাজাহারুল। বধূ ময়না বেগম পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে আছে। স্বামী মিথ্যা সন্দেহ করে প্রায়ই তাঁকে মারধর করত। গত মঙ্গলবার মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বুধবার সকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ময়না। অভিযোগ পেয়ে শেখ মাজাহারুলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ফাইনালে ইনকাম ট্যাক্স

রুদ্ধশ্বাস ম্যাচে টস-ভাগ্যে জিতে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল কলকাতার ইনকাম ট্যাক্স রিক্রিয়েশন ক্লাব। আগামী রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে কৌসরভাই গালাইওয়ালার। দ্বিতীয় সেমিফাইনালে ইনকাম ট্যাক্স নেমেছিল ভদ্রেশ্বর নবারুণ সঙ্ঘের বিপক্ষে। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে শেষ হয়। টাইব্রেকারেও দু’দলই ৫টি করে গোল করে। টসে জয়ী হয় ইনকাম ট্যাক্স। অন্য সেমিফাইনালে শ্রীরামপুর কোচিং সেন্টারকে ৪-২ গোলে হারায় কৌসরভাই গালাইওয়ালা।

মার্কশিটে বিপত্তি

বিএড-এর মার্কশিটে ভুল। এর জেরে বিশ্ববিদ্যালয়কে ফের ৭৯টি কলেজে নতুন করে ৫১৫১টি মার্কশিট পাঠাতে হল। অতিরিক্ত ‘এস’ অক্ষর থাকায় ৭৯টি কলেজের ৫১৫১টি বিএড-এর মার্কশিটে ‘ফাংশন’ শব্দটির জায়গায় ছাপা হয় ‘ফাংশানস্’। পরীক্ষা নিয়ামক দীপককুমার সোম জানান, এই ভুল বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরই নজরে পড়ে। তাই বুধবার পাঠানো মার্কশিট কলেজ কর্তৃপক্ষদের বিলি করতে বারণ করা হয়। বৃহস্পতিবার সংশোধিত মার্কশিট পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য বিএড-এর ৫১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৫১জন উত্তীর্ণ হয়েছেন।

স্কুলক্রীড়া

হাওড়ার উলুবেড়িয়া মহেশপুর ক্রীড়া সমিতির উদ্যোগে উলুবেড়িয়াা উত্তর চক্রের অন্তর্গত মহেশপুর অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা, ২০১৪ হয়ে গেল গত ২৪ নভেম্বর। স্থানীয় শশাবেড়িয়া ফুটবল মাঠে মহেশপুরের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়।

দুর্ঘটনায় মৃত ২

বুধবার রাতে খানাকুলের কেশাপাটে পথ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় তাঁদের নাম বুলবুল পোড়ে (২৮) এবং দিলীপ দে (২৬)। দু’জনেরই বাড়ি স্থানীয় ঘোড়াদহ গ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE