Advertisement
০২ মে ২০২৪

দাদার উপরে রাগে কুপিয়ে খুন ভাইকে

আবার খুন জগদ্দলে। একাধিক খুন, তোলাবাজির ঘটনাতে অভিযুক্ত সদ্য জেল ফেরত এক দুষ্কৃতী ও তার ভাইয়ের হাতে খুন হলেন দিলীপ যাদব (৪১) নামে স্থানীয় এক ব্যক্তি। ঘটনার পর থেকে ফেরার রাজু তেওয়ারি নামে ওই দুষ্কৃতী ও তার ভাই সূরজ। এই ঘটনায় ওই দু’জনের বাবা লালন তেওয়ারিকে পুলিশ ধরেছে।

নিজস্ব সংবাদদাতা
জগদ্দল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০৩:০৭
Share: Save:

আবার খুন জগদ্দলে। একাধিক খুন, তোলাবাজির ঘটনাতে অভিযুক্ত সদ্য জেল ফেরত এক দুষ্কৃতী ও তার ভাইয়ের হাতে খুন হলেন দিলীপ যাদব (৪১) নামে স্থানীয় এক ব্যক্তি। ঘটনার পর থেকে ফেরার রাজু তেওয়ারি নামে ওই দুষ্কৃতী ও তার ভাই সূরজ। এই ঘটনায় ওই দু’জনের বাবা লালন তেওয়ারিকে পুলিশ ধরেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ের কাছে দাদা ওমপ্রকাশের সঙ্গে রাজুর কোন্দল থামাতে গিয়েছিলেন দিলীপ। রাস্তায় ফেলে দাদাকে মারা হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলেন। রাজুকে ধাক্কা দিয়ে সরিয়ে কোনও রকমে দাদাকে নিয়ে দিলীপ নিজেও চলে এসেছিলেন সেখান থেকে। ওই এলাকাতেই ওমপ্রকাশ ও রাজুদের বাড়ি। রামনবমী উপলক্ষে মাইক বাজানো ও বাজি ফাটানো নিয়ে তেওয়ারি পরিবারের সঙ্গে যাদব পরিবারের বিবাদ বেধেছিল বলে অভিযোগ। রাজু ওমপ্রকাশদের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছিল বলেও অভিযোগ। তার জেরেই এই হাতাহাতি বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু বাড়ি ফিরেও মার খাওয়ার রাগ কমেনি ওমপ্রকাশের।

রাত সাড়ে ১১টা নাগাদ হেস্তনেস্ত করতে ওমপ্রকাশ একটি দা নিয়ে রাজুর বাড়িতে চড়াও হয়। দিলীপও জানতে পেরে দাদাকে থামাতে সেখানে যান। রাজুর বৃদ্ধা মা বাধা দিতে গেলে ওমপ্রকাশের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি পড়ে যান। রাজু তত ক্ষণে পালিয়ে যায়। দাদাকে শান্ত করে সেখান থেকে বাড়িতে আনার পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওমপ্রকাশকে গ্রেফতার করে। এ দিকে দাদাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় দিলীপও থানায় যান। রাতে বাড়ি ফেরার পথে গলির মধ্যে রাজু ও সূরজ তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। মাটিতে ফেলে ছুরি দিয়ে কোপায়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE