Advertisement
০৪ মে ২০২৪

ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে মুম্বইয়ে বিক্রি প্রেমিকাকে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বই নিয়ে গিয়েছিল প্রেমিক। এক রাত এক সঙ্গে কাটিয়ে মাত্র ৭ হাজার টাকায় প্রেমিকাকে বিক্রি করে পালায় ওই যুবক। মেয়েটি কোনও রকম পালিয়ে আন্ধেরির এক অপরিচিত মহিলার সাহায্যে ফোন করে বাড়িতে। বাড়ির লোক যোগাযোগ করেন ডায়মন্ড হারবার চাইল্ড লাইনের সঙ্গে। অভিযোগ করা হয় থানায়। পরে চাইল্ড লাইনের উদ্যোগে শনিবার মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৭
Share: Save:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বই নিয়ে গিয়েছিল প্রেমিক। এক রাত এক সঙ্গে কাটিয়ে মাত্র ৭ হাজার টাকায় প্রেমিকাকে বিক্রি করে পালায় ওই যুবক। মেয়েটি কোনও রকম পালিয়ে আন্ধেরির এক অপরিচিত মহিলার সাহায্যে ফোন করে বাড়িতে। বাড়ির লোক যোগাযোগ করেন ডায়মন্ড হারবার চাইল্ড লাইনের সঙ্গে। অভিযোগ করা হয় থানায়। পরে চাইল্ড লাইনের উদ্যোগে শনিবার মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।

ডায়মন্ড হারবার ২ ব্লক এলাকার ওই মেয়েটি জানায়, এক বছর আগে তার পরিচয় হয় বেলুনির বাসিন্দা পিন্টু হালদার ওরফে রাজুর সঙ্গে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ অগস্ট তাকে নিয়ে লক্ষ্মীকান্তপুরে নিয়ে যায় রাজু। পরে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে প্রেমিকাকে মুম্বই নিয়ে যায় সে। মুম্বইয়ের একটি বাড়িতে গিয়ে ওঠে তারা। এক দিন পরে কমল নামে এক ব্যক্তির কাছে পিন্টু তাকে বিক্রি করে দেয় বলে পুলিশকে জানিয়েছে মেয়েটি। ওই ব্যক্তির সঙ্গে যাওয়ার পথে চা খাওয়ার নাম করে তার হাত থেকে পালায় কিশোরী। তার যোগাযোগ হয় এক মহিলার সঙ্গে। এই মহিলাই মেয়েটিকে আশ্রয় দেন। মেয়েটি বলে, “সারা জীবন আমি ওই মহিলার কাছে কৃতজ্ঞ থাকব।”

১৬ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ১২ অগস্ট একটি অচেনা মোবাইল নম্বর থেকে মেয়েটির বাড়িতে ফোন আসে। কিশোরীর আশ্রয়দাত্রী মহিলা টেলিফোনে গোটা ঘটনা মেয়েটির বাড়ির লোককে বলেন। নাবালিকার আত্মীয়-স্বজন যোগাযোগ করেন চাইল্ড লাইনের সঙ্গে। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়। ডায়মন্ড হারবার চাইল্ড লাইনের প্রধান আশুতোষ মল্লিক মুম্বই চাইল্ড লাইনে যোগাযোগ করেন। তাদের সাহায্যেই মেয়েটিকে ফিরিয়ে আনা হয়। আশুতোষবাবু বলেন, “ওই মহিলার ফোনে যখন যোগাযোগ করি, তিনি আমাদের এক ঘণ্টা সময় দিয়েছিলেন। তার মধ্যেই উদ্ধার করতে হয়েছে।” পিন্টুর খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal human trafficking mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE