Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

বাড়তি পণের দাবিতে এক বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর শাশুড়ি এবং বড় জাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে হাসনাবাদের জলসেরিয়া গ্রামের বাসিন্দা, রিনা বিবি (২১) নামে ওই মহিলার মৃতদেহ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৫ ১২:৪৭
Share: Save:

পণের দাবিতে বধূকে খুনের নালিশ, গ্রেফতার

বাড়তি পণের দাবিতে এক বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর শাশুড়ি এবং বড় জাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে হাসনাবাদের জলসেরিয়া গ্রামের বাসিন্দা, রিনা বিবি (২১) নামে ওই মহিলার মৃতদেহ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। রিনার বাপেরবাড়ির লোকজনের ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁর শাশুড়ি জহরা বিবি এবং বড় জা ফরিদা বিবিকে। পুলিশ জানায়, মোট অভিযুক্ত বধূর স্বামী তোফাজ্জেল মোল্লা-সহ ন’জন। সাত অভিযুক্ত পলাতক। ধৃতেরা দাবি করেছে, সাংসারিক অশান্তির জেরে বধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। গত বছর মে মাসে সাদিগাছি গ্রামের রিনার সঙ্গে তোফাজ্জেলের বিয়ে হয়। রিনার পরিবারের অভিযোগ, বিয়েতে চাহিদামতো যৌতুক বাবদ নগদ অর্থ, অলঙ্কার এবং জামাইয়ের জন্য মোটরবাইক দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বাড়তি পণের টাকা আনার জন্য রিনার উপরে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাচ্ছিল। দিন কয়েক আগে জমি বিক্রি করে রিনার বাবা বাগবুল ইসলাম গাজি জামাইকে ৭০ হাজার টাকাও দেন। কিন্তু শ্বশুরবাড়িতে রিনার উপরে অত্যাচার বন্ধ হয়নি বলে অভিযোগ। পুলিশের কাছে বোনের শ্বশুরবাড়ির ন’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন রিনার দাদা হাসানুর গাজি। তিনি বলেন, “বোনের গায়ে আঘাতের চিহ্ন দেখে আমাদের বিশ্বাস, অতিরিক্ত মারধরের পর অসুস্থ হয়ে পড়লে স্বামী-সহ অন্যেরা শ্বাসরোধ করে ওকে খুন করে।’’

শ্লীলতাহানির অভিযোগে ধৃত শ্রমকর্তা

নিজের দফতরের এক মহিলা কর্মীকে বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে শনিবার গ্রেফতার হলেন বসিরহাটের সহকারি শ্রম আধিকারিক সুব্রত রায়। পুলিশ ও শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের বিবাহিত ওই মহিলা তিন বছর ধরে শ্রম দফতরের বসিরহাট অফিসে কাজ করেন। অভিযোগ, মঙ্গলবার বসিরহাট স্টেশনে তাঁকে দাঁড়াতে বলে সটান গাড়ি নিয়ে এসে হাজির হন ওই শ্রমকর্তা। এরপর নিজের ভাড়া বাড়িতে মহিলাকে নিয়ে গিয়ে রান্না করান। সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন। এ বিষয়ে কাউকে জানালে সুব্রতবাবু তাঁর চাকরি কেড়ে নেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ।

আশা কর্মীদের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

চাকরির স্থায়ীকরণ-সহ এগারো দফা দাবি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন আশা প্রকল্পের কর্মীরা। শুক্রবার বিকেলে পঞ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কয়েকশো কর্মী ডায়মন্ড হারবার জেটিঘাট মোড় থেকে মিছিল করে এসে স্মারকলিপি জমা দেন। কর্মী ইউনিয়নের সদস্য জাহানারা খাতুন, সুনন্দা পণ্ডা, রিনা পাইক মণ্ডলরা বলেন, “আমাদের কাজ, মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কিন্তু আমাদের দিয়ে সরকারি নানা কাজ করানো হচ্ছে। এ ছাড়াও, অনেক প্রত্যন্ত গ্রামে যাতায়াত করতে হয়। সে ক্ষেত্রে সরকারি ভাবে যাতায়াত করার জন্য সাইকেলের ব্যবস্থা করতে হবে। মোবাইলের বিল মেটাতে হবে। স্থায়ী পদে নিয়োগ করে বেতন বাড়াতে হবে।” এ বিষয়ে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) আনোয়ার হোসেন বলেন, “কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পের অধীনে কর্মীদের কিছু কিছু দাবি ন্যায়সঙ্গত। আশা কর্মীরা কোনও প্রসূতিকে হাসপাতালে নিয়ে এলে তাঁদের থাকার আলাদা ঘর দরকার। আমার এই হাসপাতালে ঘর তৈরির দ্রুত ব্যবস্থা নেব। সাইকেল ও মোবাইলের বিল মেটানোর বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

জাল নোট উদ্ধার, যুবক গ্রেফতার

জাল টাকা ভাঙানোর সময়ে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থেকে ধরা হয় আবদুল বাকি বিল্লা মণ্ডলকে। তার কাছ থেকে ১২ হাজার টাকার জাল নোট মিলেছে। শুক্রবার তাকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানায়, বাংলাদেশে ধুর (মানুষ) পাচার, ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের জন্য আগেও সে ধরা পড়েছে। ২০০৫ সালে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

ডাকাতির আগেই গ্রেফতার তিন

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুলি-ভর্তি রিভলবার, ভোজালি এবং শাবল পাওয়া গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাটের পুলিশ জিরাফপুর এলাকায় হানা দেয়। সেখান থেকেই মিন্টু গাজি, কুতুবুদ্দিন ওরফে পেন্টা এবং কামরুল গাজিকে ধরা হয়। তাদের বাড়ি সীমান্তবর্তী ইটিন্ডা এবং নাকুয়াদহ গ্রামে। পুলিশ জানায়, ওই দুষ্কৃতীদের মূল কাজ ছিল, পণ্যবাহী ট্রাক চালকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায় করা। ছিনতাই এবং ডাকাতিতেও তাদের নামে অভিযোগ রয়েছে।

জগদ্দলে খুন

মদের আসরে গুলি করে খুন করা হল এক যুবককে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের ছোট শ্রীরামপুরে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম নীরজকুমার সাউ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই একটি মদের ঠেকে নীরজকে নিয়ে যায় তার দুই পরিচিত যুবক মুন্না এবং গোবিন্দ। সেখানেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। তিন যুবকের নামেই পুলিশের খাতায় ছোটখাটো অভিযোগ ছিল।

সমাবর্তন উত্‌সব

বসিরহাট ট্র্যাভেলস গিল্ড এবং ইয়ুথ হোস্টেল অ্যাসোসিয়েশনের সমাবর্তন উত্‌সব হয়ে গেল বসিরহাটের টাউনহলে। ছিলেন প্রখ্যাত পর্বতারোহী অমূল্য সেন, গৌতম ঘোষ, বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন, চন্দননগর জেলা আদালতের অতিরিক্ত জজ আরতি শর্মা, দেবীদাস চাকি, দীপক বসু প্রমুখ।

উস্তিতে ডাকাতি

পর পর দু’টি বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট করে চম্পট দিল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উস্তির বাসুদেবপুর গ্রামে। জেলা পুলিশ জানায়, রাত পর্যন্ত অভিযোগ হয়নি থানায়।

কোথায় কী

দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহতে পশ্চিমবঙ্গ ক্রীড়া ভারতী আয়োজিত অনূর্ধ্ব ‘নাইন-এ-সাইড’ ফুটবল প্রতিযোগিতা আজ, শনিবার থেকে শুরু হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE