Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গত সাত দিন ধরে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের ১৪৭ নম্বর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ। শিশুদের নিম্নমানের খাওয়া দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্য গোবিন্দ মিদ্যে লোকজন নিয়ে এসে অঙ্গনওয়াড়িতে ক’দিন আগে বিক্ষোভ দেখান।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০০:৫৮
Share: Save:

সাত দিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গত সাত দিন ধরে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের ১৪৭ নম্বর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ। শিশুদের নিম্নমানের খাওয়া দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্য গোবিন্দ মিদ্যে লোকজন নিয়ে এসে অঙ্গনওয়াড়িতে ক’দিন আগে বিক্ষোভ দেখান। পরে তাঁরই চাপে কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে এই কেন্দ্রের পড়ুয়ারা। এতে এদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি মিড ডে মিল থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা। গোবিন্দবাবু বলেন, “শিশুদের খাবারে পোকা পাওয়া গিয়েছে। তা ছাড়া, খাবারের মানও ভাল নয়। তাই এই কেন্দ্রটি গ্রামবাসীরা বন্ধ করে দিয়েছেন।” ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবে যুক্ত নন বলেই গোবিন্দবাবুর দাবি। ক্যানিং ১ ব্লকের সিডিপিও সৌরভ চক্রবর্তী বলেন, “ওই কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আমি আলোচনা ডেকেছি। কী ভাবে ওই কেন্দ্র দ্রুত খোলা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।” কেন্দ্রের শিক্ষিকা উমা শিকারি অবশ্য বলেন, “আমার নামে নিম্নমানের খাবার দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি বাচ্চাদের খাবার নিজে আগে খেয়ে দেখি। কিন্তু ওই পঞ্চায়েত সদস্য এই কেন্দ্রে এসে টাকার দাবি করেন। খাবারের জন্য বরাদ্দ টাকা নিয়ে উনি কারচুপি করতে চেয়েছিলেন।” তাঁকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উমাদেবী। অভিভাবক ইলাবতী শিকারি, বিভা পুরকাইতেরাও বলেন, “আমরা এখান থেকে প্রত্যেকদিনই শিশুদের খাবার নিয়ে যাই। কিন্তু আজ পর্যন্ত খাবারে কোনও পোকা পাইনি। তা ছাড়া খাবারের মানও খারাপ নয়।” গোবিন্দবাবুর ভূমিকায় অবশ্য সন্তুষ্ট নন দলের স্থানীয় নেতৃত্বের একাংশও। তাঁদের মতে, উমাদেবীকে সরিয়ে নিজের স্ত্রীকে কাজ পাইয়ে দেওয়ার জন্যই কারসাজি করেছেন গোবিন্দবাবু।

বধূর মৃত্যু ক্যানিংয়ে, ধৃত স্বামী

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ট্যাংরাখালির ঘোলাপাড়াতে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম বন্দনা মণ্ডল (২৯)। ওই গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় তাঁর স্বামী শুকদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর আটেক আগে বারুইপুরের ছ’আনি গ্রামের বাসিন্দা রবিন নস্করের মেয়ে বন্দনার বিয়ে হয় শুকদেবের সঙ্গে। ওই দম্পতির বছর ছ’য়েক এর একটি পুত্রসন্তান রয়েছে। বন্দনাদেবীর শ্বশুর কর্মসূত্রে বাইরে থাকেন। অভিযোগ, ওই দম্পতির ঠিক মতো বনিবনা ছিল না। শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত বলেও অভিযোগ উঠেছে। ঘটনার রাতে বন্দনাদেবীর সঙ্গে তাঁর শাশুড়ি কাজল মণ্ডলের পারিবারিক বিষয় নিয়ে গণ্ডগোল হয় বলে অভিযোগ। তারপরেই ঘরে গিয়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে আড়ায় ঝুলে পড়েন ওই বধূ। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। শাশুড়ি পলাতক।

ছাত্রীকে ধর্ষণ, ধৃত গৃহশিক্ষক

নিজস্ব সংবাদদাতা • নৈহাটি

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যবয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নৈহাটির বিজয়নগরে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম শঙ্কর সিংহ। পুলিশ জানায়, অভিযুক্ত দশম শ্রেণির ওই ছাত্রীর সম্পর্কে মেশোমশাই। বেশ কিছু দিন মেয়েটিকে ধর্ষণ করে সে।

সুন্দরবন-লাগোয়া সন্দেশখালিতে মাছ ধরছেন মহিলা। নিজস্ব চিত্র।

মিছিল করে আগে পৌঁছলেও পাঁজি-পুঁথি দেখে মঙ্গলবার ২-১৭ মিনিটের ‘শুভ ক্ষণ’-এই
মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মহকুমাশাসকের ঘরে ঢুকলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।
তার আগেই অবশ্য বেলা ১২-৩০ মিনিট নাগাদ মিছিল করে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের
কংগ্রেসের প্রার্থী অসিত মজুমদার মহকুমাশাসকের দফতরে আসেন মনোনয়ন জমা
দেওয়ার জন্য। প্রায় একই সময়ে টাউনহল এলাকায় পার্টি অফিস থেকে লোকলস্কর নিয়ে
সেখানে পৌঁছন সিপিএম প্রার্থী মৃণাল চক্রবর্তী। দু’জনে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ও
করেছেন এ দিন। তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস আগেই মনোনয়ন জমা দিয়েছেন। ছবি: নির্মল বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE