Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বামেদের পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তৃণমূলের ডাকা অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে হেরে গেলেন প্রধান। এর ফলে পঞ্চায়েতের ক্ষমতা কার্যত হারাল বামেরা। বুধবার দুপুরে বাগদা ব্লকের মালিপোতা পঞ্চায়েতে অনাস্থার উপরে ভোটাভুটি হয়।

দিনভর উত্তেজনা ছিল টানটান। মোতায়েন ছিল পুলিশ বাহিনী। —নিজস্ব চিত্র।

দিনভর উত্তেজনা ছিল টানটান। মোতায়েন ছিল পুলিশ বাহিনী। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪২
Share: Save:

বাগদার মালিপোতা পঞ্চায়েতে অনাস্থায় পরাজিত সিপিএমের প্রধান

নিজস্ব সংবাদদাতা • বাগদা

বামেদের পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তৃণমূলের ডাকা অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে হেরে গেলেন প্রধান। এর ফলে পঞ্চায়েতের ক্ষমতা কার্যত হারাল বামেরা। বুধবার দুপুরে বাগদা ব্লকের মালিপোতা পঞ্চায়েতে অনাস্থার উপরে ভোটাভুটি হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ভোটে ওই পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে বামেরা পেয়েছিল ১৩টি। তার মধ্যে সিপিএমের ছিল ৯টি এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৪টি আসন। বাকি ১১টি আসন পায় তৃণমূল। প্রধান হন সিপিএমের নির্মল পাণ্ডে। উপপ্রধানের পদটি পায় ফরওয়ার্ড ব্লক। গত ৩ সেপ্টেম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের মদন দাস প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ব্লক প্রশাসনের কাছে চিঠি দেন। তৃণমূলের ১১ জন ছাড়াও ফরওয়ার্ড ব্লকের দু’জন পঞ্চায়েত সদস্যও সই করেছিলেন অনাস্থা প্রস্তাবে। ভোটাভুটিকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। গোলমালের আশঙ্কায় এ দিন পঞ্চায়েত অফিস চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। গোলমাল অবশ্য হয়নি। ভোটাভুটি শুরুর আগে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল করে পঞ্চায়েত অফিসে আসেন। অনাস্থায় ১৪-১০ ভোটে পরাজিত হন প্রধান। ফলাফল বেরোতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। বাগদার বিডিও মালবিকা খাটুয়া বলেন, “অনাস্থার ফলের নিরিখে প্রধান অপসারিত হলেন। দিন পনেরোর মধ্যে নতুন প্রধান নির্বাচন করা হবে।” বাগদার সিপিএম নেতা সঞ্জয় দত্তচৌধুরী বলেন, “টাকার লোভ দেখিয়ে, হুমকি দিয়ে আমাদের দল ভাঙানো হয়েছে। যে সব বাম সদস্য তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের সদস্য পদ বাতিলের জন্য আইনি পদক্ষেপ করা হবে।” তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের স্থানীয় নেতা স্বপন বিশ্বাস বলেন, “কাউকে প্রলোভন দেওয়া বা ভয় দেখানো হয়নি।” অনাস্থার পক্ষে যে বাম সদস্যেরা ভোট দিয়েছেন, তাঁরা জানান, পঞ্চায়েতে উন্নয়ন নিয়ে দুর্নীতি হচ্ছে। সে কারণেই তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন। পুলিশও জানায়, বাম সদস্যদের ভয় দেখানোর অভিযোগ তারা পায়নি।

বাগদার গ্রামে লগ্নি সংস্থার এজেন্টের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বাগদা

কীটনাশক খেয়ে মৃত্যু হল অর্থলগ্নি সংস্থার এক এজেন্টের। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী পঞ্চায়েতের রাঘবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রশান্ত মণ্ডল (৩৪)। প্রশান্তবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাইপোর সঙ্গে ঘুমিয়েছিলেন তিনি। ভোর রাতে ঘরের মধ্যেই প্রশান্তবাবুর ভাইপো দেখতে পায়, কাকা কীটনাশক খেয়ে ছটফট করছেন। বাড়ির সকলে তাঁকে রানাঘাটে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রশান্তবাবুর দাদা উত্তম বলেন, “ভাই র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এজেন্ট হিসাবে চার বছর কাজ করেছে। ১০-১২ লক্ষ টাকা গ্রাহকদের কাছ থেকে তুলেছিল। দেড় বছর হল ওই অফিস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। গ্রাহকেরা টাকা চেয়ে ভাইকে চাপ দিচ্ছিল। সে কারণেই ও আত্মহত্যা করে থাকতে পারে।” উত্তমবাবুই ভাইকে সিন্দ্রানী বাজারে একটি মুদিখানার দোকান করে দিয়েছিলেন। পরিবারের লোকজন জানিয়েছেন, দোকানে এসে পাওনাদারেরা প্রশান্তকে টাকার জন্য চাপ দিচ্ছিল। এমনকী, জোর করে বাকিতে মালপত্রও নিয়ে যাচ্ছিল কেউ কেউ। প্রাথমিক ভাবে পরিবারের তরফে কারও নামে থানায় অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

বাইকের পিছনে বসে ছিলেন এক বৃদ্ধা। বেসামাল হয়ে পড়ে যান তিনি। পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে পুষ্পরানি দাস (৬২) নামে ওই বৃদ্ধাকে। তাঁর বাড়ি রামপুরে।

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি নিয়ে ফুর্তি কিশোরের। দেগঙ্গায় তোলা নিজস্ব চিত্র।

পুজোর সরঞ্জাম তৈরি হচ্ছে বসিরহাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE