Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বাজি কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও দু’জন। কতাঁদের স্থানীয় বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:০০
Share: Save:

বাজি কারখানায় আগুন, মৃত ১

নিজস্ব সংবাদদাতা • উস্তি

বাজি কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও দু’জন। কতাঁদের স্থানীয় বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উস্তির সাতহাতি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম তারক মণ্ডল (২২)। বাড়ি ওই এলাকায় মহেশ্বরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতহাতির বাসিন্দা ভীম হালদারের বাড়িতে বাজি তৈরির কারখানায় জনা চারেক শ্রমিক কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা কারখানায় আগুন লাগে। অগ্নিদগ্ধ হন তারক, স্বপন হালদার ও গিরি হালদার। পুলিশ জানিয়েছে পুজোর মরসুমে অবৈধ ভাবে ওই কারখানাটি চলছিল। ভীম হালদারকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাজি তৈরির মশলা, সরঞ্জাম। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদ্যুতের লাইনে শটসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

সোনার বিস্কুট উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

২১টি সোনার বিস্কুট-সহ পাচারকারী বাবা-ছেলেকে গ্রেফতার করল পেট্রাপোল শুল্ক দফতর। বুধবার সকাল ১০টা নাগাদ হাবরার মছলন্দপুর স্টেশনের কাছ থেকে ধরা পড়ে মিন্টু মণ্ডল ও মিলন মণ্ডল। তাদের বাড়ি স্বরূপনগরের শাঁড়াপুলে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। যা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল।

শান্তি বৈঠক বাসন্তীতে

নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

উৎসবের মরসুমে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বৈঠকের আয়োজন করল পুলিশ। বুধবার বাসন্তীর সরবেড়িয়ার কুমড়োখালিতে ওই বৈঠকে হাজির ছিলেন ডিআইজি (পিআর) সুব্রত মিত্র, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-সহ পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। এ ছাড়াও এসেছিলেন বাসন্তী ও গোসাবার বিধায়ক সুভাষ নস্কর, জয়ন্ত নস্করেরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি-সহ ছিলেন আরও অনেকে। উৎসবের মরসুম শেষ হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একগুচ্ছ সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবীণ ত্রিপাঠী।

খুনে অভিযুক্ত মা

নিজস্ব সংবাদদাতা • হাবরা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ছেলেকে খুনের অভিযোগে ধৃত মা। পাঁচ দিন নিখোঁজ থাকার পরে উত্তর ২৪ পরগনার গুমা স্টেশনের কাছ থেকে আকাশ মণ্ডল (১৪) নামে সপ্তম শ্রেণির ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তার মা আফরোজা বিবি ওরফে কাজলকে গ্রেফতার করা হয়। তবে তাঁর বাংলাদেশি ‘প্রেমিক’ সুমন মল্লিককে ধরা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১৫ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় নামে আকাশ। ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পরে পিন্টুবাবুই অভিযোগ করেন।

তৃণমূলের প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

যাদবপুর-কাণ্ডে ছাত্রছাত্রীদের ভূমিকার সমালোচনা করে সভা হল ডায়মন্ড হারবারে। বুধবার এই সভায় ছিলেন স্থানীয় তৃণূমল বিধায়ক দীপক হালদার, দলের জেলা নেতা শক্তিপদ মণ্ডল-সহ অনেকে। সভায় অবশ্য বিশেষ ভিড় জমতে দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE