Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

বামদল থেকে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার দুপুরে স্বরূপনগর ব্লকের কৈজুড়ি গার্লস হাইস্কুলে তৃণমূলের এক কর্মিসভায় কৈজুড়ি পঞ্চায়েত সদস্য সিপিআইয়ের আবুবক্কর গাজি এবং সিপিএমের রজ্জাক মোল্লা-সহ অন্যান্য কর্মীরা দলে যোগ দেয় বলে দাবি তৃণমূলের।

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০১:১১
Share: Save:

বাম দল ছেড়ে যোগদান তৃণমূলে

বামদল থেকে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার দুপুরে স্বরূপনগর ব্লকের কৈজুড়ি গার্লস হাইস্কুলে তৃণমূলের এক কর্মিসভায় কৈজুড়ি পঞ্চায়েত সদস্য সিপিআইয়ের আবুবক্কর গাজি এবং সিপিএমের রজ্জাক মোল্লা-সহ অন্যান্য কর্মীরা দলে যোগ দেয় বলে দাবি তৃণমূলের। এ দিনের সভায় উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক তথা তৃণমূল নেত্রী বীণা মণ্ডল, তৃণমূল নেতা রমেন সর্দার এবং পরিতোষ সরকার-সহ অনেকে। আবুবক্কর গাজি বলেন, “এখন উন্নয়নমূলক কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে নিজেদের সামিল করতেই দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিলাম।” তৃণমূল নেতা রমেন সর্দার বলেন, “এই দু’জন সদস্য আমাদের দলে যোগ দেওয়াতে দল আরও শক্তিশালী হল।” স্বরূপনগর ব্লক বামফ্রন্ট কমিটির সদস্য হামালউদ্দিন আহমেদ অবশ্য বলেন, “দল বিরোধী কার্যকলাপের কারণে অনেক আগেই আবুবক্করকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। তা ছাড়া, দলকে ভালবাসে না এমন কেউ দল ছেড়ে গেলে ক্ষতি নেই।”

ধর্ষণের দু’টি পৃথক ঘটনায় গ্রেফতার ১

পৃথক দু’টি ঘটনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। শুক্রবার একটি ঘটনা ঘটেছে স্বরূপনগরের চারঘাটের কপিলেশ্বরপুর গ্রামে। অন্য ঘটনাটি ঘটে, বসিরহাটের মালতীপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে কপিলেশ্বরপুর গ্রামে, বাড়ির বাগান থেকে বছর পাঁচেকের এক শিশুকে ডেকে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে মুখ চেপে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গ্রামেরই বাসিন্দা মহসিন মণ্ডল। শিশুটি অসুস্থ হয়ে পড়লে অত্যাচারের কথা জানাজানি হয়। খবর পেয়ে চারঘাট ফাঁড়ির পুলিশ ওই শিশুকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। মহসিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, এ দিন মালতীপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে। পুলিশ জানায়, সকালে বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়িতে একা ওই শিশুকে পেয়ে রুহুল তার উপরে অত্যাচার চালিয়ে পালায়। অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে চিকিত্‌সার জন্য বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

শারদ সম্মান বাদুড়িয়ায়

সুষ্ঠ ভাবে পুজো করার জন্য কয়েকটি ক্লাবকে শারদ সম্মান দিল বাদুড়িয়া থানার পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের এসডিপিও অভিজিত্‌ বন্দ্যোপাধ্যায়, বাদুড়িয়া থানার ওসি কল্লোল ঘোষ-সহ অনেকে। সেরা আলোকসজ্জ্বা ও মণ্ডপের সম্মান পেয়েছে প্রতিদ্বন্দ্বী সঙ্ঘ, সেরা প্রতিমা যুবশান্তি কমিটি, সেরা পুজো পায়ওনিয়ার, সেরা ভাবনা অগ্নিবীণা, সেরা পরিবেশ দক্ষিণচাতরা ইউনাইটেড ক্লাব এবং সুষ্ঠ বিসর্জনের জন্য রেনবো, ইয়ংস্টার, রকেট এবং অভিযাত্রী ক্লাবকে সম্মানিত করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE