Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

একশো দিনের কাজ করা সত্ত্বেও টাকা না পেয়ে পঞ্চায়েত দফতর ভাঙচুর করে বিক্ষোভ দেখাল জনতা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিঁফা পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই পঞ্চায়েতের প্রধান মিতারানি ভাট বলেন, “একশো দিনের মাটি কাটার কাজ করে গ্রামের মানুষের প্রায় ৬ লক্ষ ৬৬ হাজার টাকা পাওনা হয়েছে। মহকুমাশাসক এবং জেলাশাসককে এ বিষয়ে বলা হলেও টাকা না আসেনি। তাই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ। টাকার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকে বলা হয়েছে।”

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০১:৪৮
Share: Save:

একশো দিনের কাজের টাকা অমিল, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

একশো দিনের কাজ করা সত্ত্বেও টাকা না পেয়ে পঞ্চায়েত দফতর ভাঙচুর করে বিক্ষোভ দেখাল জনতা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিঁফা পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই পঞ্চায়েতের প্রধান মিতারানি ভাট বলেন, “একশো দিনের মাটি কাটার কাজ করে গ্রামের মানুষের প্রায় ৬ লক্ষ ৬৬ হাজার টাকা পাওনা হয়েছে। মহকুমাশাসক এবং জেলাশাসককে এ বিষয়ে বলা হলেও টাকা না আসেনি। তাই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ। টাকার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকে বলা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে পিঁফা পঞ্চায়েতের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, গত এগারো মাস ধরে তাঁরা বিনা পয়সায় একশো দিনের মাটি কাটার কাজ করছেন। ‘দিচ্ছি দেব’ করে কেবল তাঁদেরকে এত দিন ঘোরান হয়েছে। তাই পঞ্চায়েত দফতরে তাঁরা তালা ঝোলাতে বাধ্য হয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে জামিরন বিবি বলেন, “মাটি কেটে আমার পাওনা হয়েছে ৬ হাজার টাকা। এগারো মাসেও ওই টাকা দেওয়ার নাম করছে না প্রধান।” এ বিষয়ে বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন বলেন, “ব্যাঙ্কের কিছু সমস্যার কারণে টাকা পঞ্চায়েতের হাতে তুলে দিতে দেরি হচ্ছে। তবে দ্রুত যাতে গ্রামের মানুষ তাঁদের প্রাপ্য মূল্য পান, সেই ব্যবস্থা করা হচ্ছে।”

সোনার বিস্কুট-সহ ধৃত ১ পেট্রাপোলে
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

বারোটি সোনার বিস্কুট-সহ সোমবার দুপুরে এক পাচারকারীকে হাতেনাতে ধরল পেট্রাপোল অভিবাসন দফতর। তাকে জেরা করে ধরা হয়েছে আরও দু’জনকে। মহম্মদ শহিদ আহমেদ নামে চেন্নাইয়ের বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৩২ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে তাকে। শুল্ক ও অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে পেট্রাপোলে আসে। তল্লাশির সময় তার কাছ থেকে বিস্কুটগুলি পাওয়া যায়। জেরায় সে জানিয়েছে, তাদের দলে মোট চার জন সদস্য। বাকিরা আগেই চলে গিয়েছে। সিঙ্গাপুর থেকে ঢাকা হয়ে তারা এ দেশে ঢোকে। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুল্ক দফতর হাওড়া থেকে তার দুই সাগরেদকে পরে গ্রেফতার করে।

ট্রফি দেখতে হুড়োহুড়ি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

আইএসএল ফুটবল লিগের ফাইনালে জয়ী দলের হাতে শোভা পাবে এই ট্রফি। সোমবার বসিরহাটে আনা হয়েছিল সেই মহার্ঘ ট্রফি। বসিরহাটের মির্জাপুরে টাকি রাস্তার ধারে একটি গাড়ির শোরুমের সামনে রাখা ট্রফিটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। উদ্যোক্তারা এই উপলক্ষে ক্যুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। পুরস্কার হিসেবে হাতে হাতে দেওয়া হয়েছে আটলেটিকো দে কলকাতার খেলা দেখার টিকিট। পরে ট্রফিটি নিয়ে যাওয়া হয় স্থানীয় নবারুণ ক্লাবে। সেখানেও স্কুলের ছাত্রছাত্রীদের ভিড় জমে যায়।

পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বাসন্তী থানা এলাকার সোনাখালির হোগল সেতুর কাছে একটি ঝোপের ভেতর দেহটি দেখতে পান এলাকার মানুষ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। ঘটনাস্থলে খুনের কোনও চিহ্ন না মেলায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও ওই ব্যক্তিকে খুন করে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও নীল-সাদা শার্ট।

ব্যাহত সীমান্ত বাণিজ্য

ক্লিয়ারিং এজেন্টদের কর্মবিরতি পালনের জেরে রবিবার সকাল ১১টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ব্যাহত হয়।


গোচারণে কার্তিক পুজো।


ধুলোর জ্বালা: ভাটপাড়া মোড় থেকে কল্যাণী হাইওয়ের সংযোগকারী রাস্তার
হাল খারাপ। ফলে ধুলোয় প্রাণ ওষ্ঠাগত পথচারীদের। নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE