Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিজ্ঞান বিভাগ শুরু মহিলা বিশ্ববিদ্যালয়ে

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে স্নাতকোত্তর অঙ্ক বিভাগ। অঙ্ক দিয়েই শুরু করা হবে বিজ্ঞান শাখা। এমনটাই জানালেন নয়া উপাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শমিতা সেনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২৫ মার্চ থেকে অনুরাধাদেবী এই বিশ্ববিদ্যালয়ে আসেন।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০২:০৮
Share: Save:

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে স্নাতকোত্তর অঙ্ক বিভাগ। অঙ্ক দিয়েই শুরু করা হবে বিজ্ঞান শাখা। এমনটাই জানালেন নয়া উপাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শমিতা সেনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২৫ মার্চ থেকে অনুরাধাদেবী এই বিশ্ববিদ্যালয়ে আসেন।

এই বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিজ বা মানববিদ্যার শাখা থাকলেও বিজ্ঞানের কোনও শাখা ছিল না। অঙ্ক বিভাগ দিয়েই বিজ্ঞান শাখার পঠনপাঠন বিশ্ববিদ্যালয়ে চালু করতে চান অনুরাধাদেবী। তাঁর কথায়, “নতুন দায়িত্ব পেয়েছি, সামনে অনেক কাজ করতে হবে। চলতি সেমেস্টার থেকেই অঙ্ক বিভাগ চালু করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগের বিষয়েও জোর দেওয়া হচ্ছে।” আগে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাছেন অনুরাধাদেবী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ওই অধ্যাপক ছিলেন তিনি।

এ বছরের জুলাই থেকেই এই বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে যাবে নতুন শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তির পালা। তবে মহিলা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণ তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। ফকিরচাঁদ কলেজ থেকে কাজ চালাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন তৈরির কাজও সম্পূর্ণ হয়নি। তার খসড়া জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও নারীবিদ্যা। ২০১৩ সালে ১৫ সেপ্টেম্বর থেকে পঠনপাঠন শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রথম বর্ষের ১৫০ জন ছাত্রীর জন্য এখন সব মিলিয়ে ৫০ জন অস্থায়ী অধ্যাপক আছেন। ক্লাস নেওয়া, পরীক্ষার উত্তরপত্র দেখা এ বছরের মতো হয়ে গেলেও জুলাই মাসে নতুন ছাত্রী ভর্তি হলে পড়ুয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ করা দরকার হবে। অঙ্ক শুরু করার জন্য ছাত্রী সংখ্যা আরও বাড়বে। ফলে বাড়তি শিক্ষক নিয়োগ না হলে সমস্যায় পড়তে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপন সবে প্রকাশ হয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নেই। অবিলম্বে প্রয়োজন এক জন পরীক্ষা নিয়ামকেরও। উপাচার্য জানিয়েছেন, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ামকের নিয়োগেরও প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে দ্রুত নিয়োগগুলি সেরে ফেলা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE