Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আবর্জনা জমে নিকাশি বেহাল ভাঙড় খালের

নিকাশি ব্যবস্থাও বন্ধ হয়ে যেতে পারে। অভিযোগ, খালের জন্য পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ, এখনও এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আসেনি। 

আবর্জনা: ভাঙড়ে। নিজস্ব চিত্র

আবর্জনা: ভাঙড়ে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০১:৩৯
Share: Save:

এলাকার নিকাশি ব্যবস্থার বড় ভরসা খালটি। কিন্তু ভাঙড় খাল ভরছে বাজারের আবর্জনা, পচা আনাজে। দুর্গন্ধে পথ চলা দায় সাধারণ মানুষের। বাড়ছে মশা-মাছির উপদ্রব।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দিনের পর দিন যে ভাবে খালের দু’পাড় আবর্জনায় ভরছে, তাতে খাল বুজে যেতে পারে।

নিকাশি ব্যবস্থাও বন্ধ হয়ে যেতে পারে। অভিযোগ, খালের জন্য পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ, এখনও এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আসেনি।

ব্লক প্রশাসনের এক কর্তা জানান, সেচ দফতরের অধীনে ওই খালে আবর্জনা ফেলার বিষয়টি দেখা হচ্ছে। ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ওহিদুল ইসলাম বলেন, ‘‘বাজার এলাকায় একটি ভ্যাট তৈরি করার চেষ্টা করছি। কিন্তু জমির সমস্যা রয়েছে। আপাতত বাজার এলাকায় কোনও বড় ড্রাম বসানো যায় কিনা দেখছি।’’

ব্রিটিশ আমলে নিকাশি ব্যবস্থার জন্য কুলটি লকগেট থেকে বাগজোলা পর্যন্ত ভাঙড়ের ওই খাল কাটা হয়। এক সময় খালে নৌকা চলত। ভাঙড়-১ ও ২ ব্লকের মধ্যে সংযোগ গড়ে তুলতে ওই খালে সেতুও তৈরি করা হয়।

কিন্তু এলাকায় ভ্যাট না-থাকায় এখন সেতুর দু’পাশেও নিত্য আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার দুর্গন্ধে সেতু দিয়েও চলাচল করা যায় না বলে জানিয়েছেন এলাকাবাসী।মোক্তার মোল্লা, সঞ্জয় মণ্ডলের মতো কয়েকজন বলেন, ‘‘ভাঙড়ের কোথাও কোনও আবর্জনা ফেলার জায়গা নেই। এখানকার অধিকাংশ লোকজন আর বাজারের সমস্ত ময়লা খালে ফেলা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Garbage Bhangar Canal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE