Advertisement
১১ মে ২০২৪
Dengue

প্লেটলেট আর লাগল না আম্বিয়ার

বসিরহাটের ১ ব্লকের শিবহাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে বাড়ি বাবুর আলি গাজির। মেয়ে আম্বিয়া খাতুন (১০) সোমবার বিকেলে আরজিকর হাসপাতালে মারা গিয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা লেখা হয়েছে।

হাহাকার: আম্বিয়ার দাদু ও এক আত্মীয়া। —নিজস্ব চিত্র।

হাহাকার: আম্বিয়ার দাদু ও এক আত্মীয়া। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট ও বনগাঁ শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০২:০৫
Share: Save:

আর কত মায়ের কোল খালি করে রেহাই দেবে ডেঙ্গি— কাঁদতে কাঁদতে বলছিলেন পাড়া-পড়শিরা।

বসিরহাটের ১ ব্লকের শিবহাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে বাড়ি বাবুর আলি গাজির। মেয়ে আম্বিয়া খাতুন (১০) সোমবার বিকেলে আরজিকর হাসপাতালে মারা গিয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা লেখা হয়েছে। মঙ্গলবার পাড়া-পড়়শির ভিড় তার বাড়িতে। অনেকের চোখেই জল। ডেঙ্গির সঙ্গে মোকাবিলা করতে না পারার হতাশা উগড়ে দিচ্ছেন তাঁরা।

ব্লক স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে জ্বরে আক্রান্ত হয়ে বসিরহাট মহকুমায় মৃতের সংখ্যা অন্তত ৭০। আক্রান্তের সংখ্যা বেশ কয়েক হাজার। পতঙ্গ বিশেষজ্ঞদের দাবি ছিল, শীত পড়লে ডেঙ্গির জীবাণু বহনকারী মশার দাপট কমবে।

কিন্তু পরিস্থিতি বিশেষ বদলের ইঙ্গিত নেই। গত কয়েক দিন ঠান্ডা পড়ার পরেও একের পর এক মৃত্যু ঘটেই চলেছে। জ্বরে আক্রান্তের সংখ্যাও কমার লক্ষণ নেই।

বৃহস্পতিবার জ্বর এসেছিল আম্বিয়ার। তারা চার ভাইবোন। সে ছোট। শিবহাটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত আম্বিয়া। তাকে ভর্তি করা হয় স্থানীয় শিবহাটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তিন দিন চিকিৎসার পরে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ততক্ষণে বেসরকারি ল্যাবের রিপোর্টে জানা গিয়েছে, ডেঙ্গির জীবাণু বাসা বেঁধেছে ছোট্ট মেয়েটার শরীরে। রবিবার আরজিকর হাসপাতালে পাঠানো হয় তাকে। সোমবার বিকেলে সেখানেই মারা যায় মেয়েটা।

আম্বিয়ার দাদু ফকির আহমেদ গাজি বলেন, ‘‘এক রকম বিনা চিকিৎসায় চলে গেল মেয়েটা। শিবহাটিতে তিন দিন রেখেছিল। উন্নতি হল না। প্লেটলেট কমছিল। আরজিকর বলেছিল প্লেটলেট দিতে হবে। সেটা হাসপাতাল দিতে পারবে না বলে জানিয়ে দেয়।’’ রক্তের কার্ড নয়, দরকার ছিল রক্তদাতা। ফকির বলেন, ‘‘ডা়ক্তারবাবুদের হাতে-পায়ে ধরতে বাকি রেখেছিলাম। এমন সময়ে একজন এসে জানাল, আর কিছুরই দরকার নেই। চলে গিয়েছে মেয়েটা।’’

অন্য দিকে, জ্বরে আক্রান্ত এক তরুণীর মৃত্যু হল হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। মৃতের নাম মল্লিকা মণ্ডল (২৩)। বাড়ি গাইঘাটা থানার পাঁচপোতা এলাকায়। তাঁকে কয়েক দিন আগে স্বরূপনগরে চারঘাট এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে অবস্থার অবনতি হলে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ দিন দুপুর ৩টে নাগাদ ভর্তি করা হলেও বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান।

হাসপাতালের সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ‘‘ওই তরুণী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই মারা যান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE