Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যাত্রীর মৃত্যু, রেল অবরোধ

বেলা দেড়টা নাগাদ ওই দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা শুরু করে রেল অবরোধ। পুলিশ জানায়, প্রায় পৌনে ৩টে পর্যন্ত অবরোধ চলায় মেন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়।

ভোগান্তি: তখনও চলছে রেল অবরোধ। ছবি: সজল চট্টোপাধ্যায়

ভোগান্তি: তখনও চলছে রেল অবরোধ। ছবি: সজল চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০২:৪৮
Share: Save:

নববর্ষে ভোর থেকেই লোকাল ট্রেনে ঠাসা ভিড়। অনেকের মতো বাধ্য হয়ে শিয়ালদহমুখী ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন এক যুবক। পলতা পেরিয়ে ব্যারাকপুরের আগে ১৬ নম্বর গেটের কাছে লাইনের পাশের বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু। রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

বেলা দেড়টা নাগাদ ওই দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা শুরু করে রেল অবরোধ। পুলিশ জানায়, প্রায় পৌনে ৩টে পর্যন্ত অবরোধ চলায় মেন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। হাজার হাজার যাত্রী ট্রেন না-পেয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়েন। নববর্ষে বেড়াতে বেরিয়ে ট্রেন না-পেয়ে বহু মানুষকে বাড়ি ফিরে যেতে হয়েছে।

বাসিন্দাদের দাবি, ওই এলাকায় রেলের ওভারহেড তারের দু’তিনটি স্তম্ভ লাইনের এত কাছে রয়েছে যে, একটু অসতর্ক হলেই স্তম্ভে ধাক্কা লাগছে। রেল পুলিশের এক কর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজারকে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barrackpore Passenger Death Rail Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE