Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চাষিদের শস্যবিমা, ক্ষতিপূরণের দাবি

মন্তেশ্বরের আত্মঘাতী চাষির সম্পর্কে সঠিক তদন্ত করে পরিবারকে সাহায্য, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও ঋণ মকুবের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখাল কৃষি ও কৃষক বাঁচাও প্রস্তুতি কমিটি। এসইউসিআই-এর কৃষক সংগঠনটির তরফে শস্য বীমা চালু করার দাবিও জানানো হয়। সংগঠনের তরফে অনিরুদ্ধ কুণ্ডুর অভিযোগ, ‘‘ক্ষতিপূরণের টাকা বিলি নিয়ে দুর্নীতি হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০১:০০
Share: Save:

মন্তেশ্বরের আত্মঘাতী চাষির সম্পর্কে সঠিক তদন্ত করে পরিবারকে সাহায্য, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও ঋণ মকুবের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখাল কৃষি ও কৃষক বাঁচাও প্রস্তুতি কমিটি। এসইউসিআই-এর কৃষক সংগঠনটির তরফে শস্য বীমা চালু করার দাবিও জানানো হয়। সংগঠনের তরফে অনিরুদ্ধ কুণ্ডুর অভিযোগ, ‘‘ক্ষতিপূরণের টাকা বিলি নিয়ে দুর্নীতি হচ্ছে।’’ অতিরিক্ত জেলাশাসক রত্নেশ্বর রায়ের কাছে দাবিপত্র দেওয়া হয়। রত্নেশ্বরবাবুর দাবি, ‘‘পঞ্চায়েতগুলির মাধ্যমে তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। খুব দ্রুত শস্য বীমাও চালু হবে।’’ তবে তাঁর দাবি, ‘‘পারিবারিক কারণেই ওই চাষি আত্মঘাতী হয়েছেন। তবে ওঁনার পরিবারের কেউ সঠিক কাগজপত্র দেখাতে পারলে সব দিক দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE