Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

পুলিশের টহলদারি গাড়ি উল্টে আহত হলেন তিন পুলিশ কর্মী-সহ চারজন। শুক্রবার সন্ধ্যায় হুড়া থানার বাউড়িডি গ্রামের কাছে, পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেন, “ভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ওই পুলিশকর্মীরা কেউ বড় চোট পাননি।” পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার দিকে ওই গাড়িতে পুলিশকর্মীরা যাচ্ছিলেন।

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০১:২৩
Share: Save:

দুর্ঘটনায় পড়ল পুলিশের গাড়ি

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পুলিশের টহলদারি গাড়ি উল্টে আহত হলেন তিন পুলিশ কর্মী-সহ চারজন। শুক্রবার সন্ধ্যায় হুড়া থানার বাউড়িডি গ্রামের কাছে, পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেন, “ভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ওই পুলিশকর্মীরা কেউ বড় চোট পাননি।” পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার দিকে ওই গাড়িতে পুলিশকর্মীরা যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে পুলিশের গাড়ি রাস্তার পাশে নেমেছিল। রাস্তাটি কিছুটা উঁচু ছিল। রাস্তায় উঠতে গিয়ে গাড়িটি বেসামাল হয়ে উল্টে যায়। এ দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিউড়ির সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন কমবেশি ২১ জন। শুক্রবার সাঁইথিয়ার বাগডোলার কাছে ঘটনাটি ঘটে।

বিডিও-র পাঠানো ই-মেল নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা • কালনা

বিডিও-র নামে পাঠানো একটি ই-মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনা-২ ব্লকে। ওই ই-মেলটিতে বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসকে ‘আমাদের প্রার্থী’ বলে উল্লেখ করে তৃণমূলের বিরুদ্ধে ‘কুরুচিকর’ দেওয়াল লিখনের অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে কালনার মহকুমা শাসক সব্যসাচী ঘোষের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। গত ১৪ এপ্রিল দুপুর ১২টা ৪১ মিনিট নাগাদ ওই ই-মেলটি কালনা-২ ব্লকের বিডিও গৌরাঙ্গ চন্দ্র ঘোষের অ্যাকাউন্ট থেকে সাতগাছি গ্রাম পঞ্চায়েতের ই-মেল অ্যাকাউন্টে ‘ফরওয়ার্ড’ করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কালনা-২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, “প্রশাসনের এক জন ব্যক্তি কী করে সিপিএমের প্রার্থীকে আমাদের প্রার্থী হিসেবে দাবি করতে পারেন তার ব্যাখা চেয়েছি। আমরা চাই প্রশাসন বিষয়টির সঠিক তদন্ত করুক।” কালনা ২ ব্লকের বিডিও অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। মহকুমাশাসক সব্যসাচী ঘোষ জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে কালনা-২ ব্লকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পাঠানো হতে পারে। নেওয়া হতে পারে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য।

ব্যাঙ্ক ডাকাতিতে জড়িত সন্দেহে ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বরাকরের ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার ঠাকুরপুকুর থেকে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। ধৃতের নাম রবি শর্মা। শুক্রবার তাকে আসানসোল আদালতে তোলা হলে জেল হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ধৃতকে শনাক্ত করার জন্য আদালতের কাছে টিআই প্যারেডের আবেদন করেছে। গত বছর ১১ এপ্রিল কুলটি থানার বরাকরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। নগদ প্রায় ২১ লক্ষ টাকা ও পাঁচটি মোবাইল লুঠ হয়ে বলেও অভিযোগ। পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এই বিষয়ে তদন্ত শুরু করে। গোয়েন্দা অফিসারেরা আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন যে মোবাইল ফোনগুলি চুরি হয়েছিল তার একটিই বেশ কিছুদিন ধরে ব্যবহার করছিল ধৃত রবি শর্মা। সেই মোবাইলের টাওয়ারের সূত্র ধরেই ওই দুষ্কৃতীকে ধরেন গোয়েন্দা আধিকারিকেরা।

ব্যাঙ্ক-ডাকাত সন্দেহে ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বরাকরের ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার ঠাকুরপুকুর থেকে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। ধৃতের নাম রবি শর্মা। শুক্রবার তাকে আসানসোল আদালতে তোলা হলে জেল হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ধৃতকে শনাক্ত করার জন্য আদালতের কাছে টিআই প্যারেডের আবেদন করেছে। গত বছর ১১ এপ্রিল কুলটি থানার বরাকরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। নগদ প্রায় ২১ লক্ষ টাকা ও পাঁচটি মোবাইল লুঠ হয়ে বলেও অভিযোগ। পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এই বিষয়ে তদন্ত শুরু করে। গোয়েন্দা অফিসারেরা আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন যে মোবাইল ফোনগুলি চুরি হয়েছিল তার একটিই বেশ কিছুদিন ধরে ব্যবহার করছিল ধৃত রবি শর্মা। সেই মোবাইলের টাওয়ারের সূত্র ধরেই ওই দুষ্কৃতীকে ধরেন গোয়েন্দা আধিকারিকেরা।

কাঁকসায় প্রচার

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

শুক্রবার বিকেলে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা ও গলসি বিধানসভার উপ-নির্বাচনে দলীয় প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে কাঁকসায় মিছিল করে তৃণমূল। মিছিলের সূচনা করেন বিধায়ক মদন মিত্র। আজ শনিবার পানাগড়ে জনসভা করার কথা সিপিএম নেতা গৌতম দেবের।

দাদাকে খুনে ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

দাদাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহম্মদ ডাবলু নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে পাঠান। বৃহস্পতিবার আসানসোলে ওই খুনের অভিযোগ উঠেছিল।

জয়ী বর্ধমান

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

সিএবি আয়োজিত অনুর্ধ্ব ১৬ ক্রিকেটে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল বর্ধমান। শুক্রবার কলকাতার ওয়াইএমসি মাঠে আয়োজিত ফাইনালে বর্ধমান ৬ উইকেটে হারিয়েছে হুগলিকে। এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে হুগলি ৯ উইকেট হারিয়ে ২১৯ রান করে। বর্ধমানের অফ স্পিনার ঐশিক প্যাটেল ৩৭ রানে ৩ উইকেট, পেস বোলার অরিক্ত দাস ৪৫ রানে ৩ উইকেট ও বাঁ হাতি স্পিনার মহম্মদ আসিফ ৩৩ রানে ২ উইকেট দখল করে। পরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে জয়ের রান তুলে নেয় বর্ধমান। দলের হয়ে অভিজিত ভকত (৬১), কুনাল বন্দ্যোপাধ্যায় (৫৫), সৌম্যব্রত নাথ (২৫) ও ঐশিক প্যাটেল (২৪) রান করেন। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ বলেন, “বর্ধমান আগামী দিনেও অনেক সাফল্য পাবে। সেই কাজ শুরু হলো।”

হারল দিলীপ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জেলার প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মিলনী ক্লাব ১২৪ রানে হারিয়েছে দিলীপ স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে মিলনী ক্লাব ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। তাদের সুরজিৎ দাস ১৪টি চার ও ৩টি ছয়ের সাহায্য ১৩৯ রান করেন। এটাই এই মরশুমের ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি। জবাবে ব্যাট করতে নেমে দিলীপ স্মৃতি সঙ্ঘ ২৩.৪ ওভারে মাত্র ১৩০ রান অল আউট হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE