Advertisement
১১ মে ২০২৪

মেলেনি টেস্ট পেপার, ক্ষোভ বহু পরীক্ষার্থীর

সব মাধ্যমিক পরীক্ষার্থীকে টেস্ট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুলে স্কুলে পৌঁছেও গিয়েছে সেই টেস্ট পেপার। কিন্তু শনিবার পর্যন্ত তা হাতে না পাওয়ায় ক্ষুব্ধ গত বার অকৃতকার্য হওয়া বা কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীরা। বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার যত পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, সেই হিসেবে টেস্ট পেপার আসার জেরে এই সমস্যা হয়েছে। শীঘ্র তা মেটানোর চেষ্টা চলছে।

অর্পিতা মজুমদার
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০২:১৮
Share: Save:

সব মাধ্যমিক পরীক্ষার্থীকে টেস্ট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুলে স্কুলে পৌঁছেও গিয়েছে সেই টেস্ট পেপার। কিন্তু শনিবার পর্যন্ত তা হাতে না পাওয়ায় ক্ষুব্ধ গত বার অকৃতকার্য হওয়া বা কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীরা। বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার যত পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, সেই হিসেবে টেস্ট পেপার আসার জেরে এই সমস্যা হয়েছে। শীঘ্র তা মেটানোর চেষ্টা চলছে।

এ বারই প্রথম সরকারি উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এত দিন বিভিন্ন বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে টেস্ট পেপার ছাপিয়ে বিক্রি করা হত। কিন্তু অনেক দুঃস্থ পড়ুয়া তা কিনতে পারত না। সে কথা মাথায় রেখেই রাজ্য এ বার এই পদক্ষেপ করেছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর।

বর্ধমান জেলার নানা স্কুলে খোঁজ নিয়ে দেখা গিয়েছে, মাধ্যমিকের সব নতুন পরীক্ষার্থীদের হাতে চলতি সপ্তাহের গোড়াতেই সেই টেস্ট পেপার পৌঁছে গিয়েছে। কিন্তু অকৃতকার্য বা কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীরা এখনও তা পায়নি। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে সরব হয়েছেন। কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায় যেমন বলেন, ‘‘ওই পরীক্ষার্থীরা টেস্ট পেপার না পাওয়ায় অসন্তুষ্ট হয়েছে। আশা করি, দ্রুত সমস্যা মিটবে।’’ গত বার অকৃতকার্য হওয়া কাঁকসার এক পরীক্ষার্থীর ক্ষোভ, ‘‘সরকার বিনামূল্যে টেস্ট পেপার দেবে, এ কথা জানার পরে তা আর দোকান থেকে কিনতে যাইনি। কিন্তু এখনও তা হাতে পেলাম না। আদৌ পাব কি না, বুঝতে পারছি না।’’ জেলা স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক অবশ্য জানান, সমস্যার কথা ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের একটি অংশের টেস্ট পেপার না পাওয়ার কথা জানার পরে নানা এলাকায় স্কুল পরিদর্শকের স্থানীয় অফিসের তরফে দাবি করা হয়েছে, হিন্দি মাধ্যম স্কুলগুলির জন্য যে সব টেস্ট পেপার বরাদ্দ হয়েছে সেগুলিও বাংলা ভাষার। তাই ওই সব স্কুলগুলি বা তার পড়ুয়ারা যদি সেই টেস্ট পেপার নিতে না চায়, তখন তা অন্য স্কুলের অকৃতকার্য এবং কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা হবে।

এই টেস্ট পেপার নিয়ে খানিকটা ক্ষোভ রয়েছে হিন্দি মাধ্যম স্কুলগুলির মধ্যেও। তাদের দাবি, হিন্দিতে টেস্ট পেপার বাজারে না মেলায় বছরের পর বছর ধরে বাংলা মাধ্যমের টেস্ট পেপারই ব্যবহার করে প্রস্তুতি নিতে বাধ্য হয় তাদের পড়ুয়ারা। এ বার সরকারের তরফে হিন্দিতে টেস্ট পেপার তৈরির উদ্যোগ হলে সুবিধে হত। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক কালিমুল হকের কথায়, ‘‘বিনামূল্যে টেস্ট পেপার পাওয়ায় বহু পড়ুয়ার সুবিধা হবে। তবে রাজ্য সরকার এ ব্যাপারে উদ্যোগী হওয়ায় হিন্দি ভাষায় টেস্ট পেপার ছাপানোর দিকটি ভেবে দেখার সুযোগ ছিল।’’ তবে অনেক হিন্দি মাধ্যম স্কুল কর্তৃপক্ষই জানান, তাঁদের টেস্ট পেপার না নেওয়ার কোনও পরিকল্পনা নেই।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। সেই তালিকা অনুযায়ী স্কুলে-স্কুলে বই পাঠানো হয়েছে। সেই তালিকায় অকৃতকার্য এবং কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের নাম নেই। তাই তাদের জন্য টেস্ট পেপার পাঠানো হয়নি। যা শুনে পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, গোটা বিষয়টি নিয়ে পরিকল্পনার অভাব স্পষ্ট। হিন্দি মাধ্যম স্কুলগুলি টেস্ট পেপার না ফেরালে অকৃতকার্য পরীক্ষার্থীদের তা দেওয়া হবে কী ভাবে? জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) খগেন্দ্রনাথ রায়ের আশা, সোমবার নাগাদ আরও দশ হাজার টেস্ট পেপার আসবে। সেগুলি অকৃতকার্য ও কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের মধ্যে বিলি করার জন্য স্কুলগুলিকে পাঠানো হবে বলে তাঁর আশ্বাস। আপাতত সে কথাতেই ভরসা জেলার কয়েক হাজার মাধ্যমিক পরীক্ষার্থীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE