Advertisement
১১ মে ২০২৪

সেনার পরীক্ষায় ভুয়ো শংসাপত্র, আটক ২৪

সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষায় ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে ২৪ জন পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। ভিন্‌ রাজ্যের ওই যুবকেরা এ রাজ্যের নানা এলাকার বাসিন্দা হিসেবে শংসাপত্র জমা দিয়েছিলেন বলে অভিযোগ।

থানার পথে। নিজস্ব চিত্র

থানার পথে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০১:৪৭
Share: Save:

সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষায় ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে ২৪ জন পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। ভিন্‌ রাজ্যের ওই যুবকেরা এ রাজ্যের নানা এলাকার বাসিন্দা হিসেবে শংসাপত্র জমা দিয়েছিলেন বলে অভিযোগ। সেনাবাহিনীর আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশ-প্রশাসনকে খবর দেন। পুলিশ জানায়, শংসাপত্রগুলি-সহ ওই পরীক্ষার্থীদের সব নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।

সেনাবাহিনীর বহরমপুর কার্যালয়ে কনস্টেবল পদে নিয়োগের জন্য দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে পরীক্ষা নেওয়া হচ্ছে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া— এই চার জেলার যুবকেরা এখানে পরীক্ষা দিচ্ছেন। বুধবার থেকে তা শুরু হয়েছে, চলবে ১৪ মে পর্যন্ত। প্রথম দিনই বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর শংসাপত্র দেখে সন্দেহ হয় সেনাবাহিনীর আধিকারিকদের। এ রাজ্যে স্থায়ী বাসিন্দার শংসাপত্র থাকলেও তাঁদের ভিন্‌ রাজ্যের বাসিন্দা বলে অনুমান করেন তাঁরা। তাঁরা দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে তা জানান।

মহকুমাশাসক জানান, বুধবার রাতে বিষয়টি জানার পরেই তিনি পুলিশে খবর দেন। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষাকেন্দ্র থেকে মোট ২৪ জনকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকদের নথি পরীক্ষা করা হচ্ছে। ওই পরীক্ষার্থীরা আসানসোল মহকুমার নানা এলাকায় বসবাসের শংসাপত্র পেশ করেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রের খবর, সেগুলি সবই জাল।

সেনাবাহিনীর তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের বেশির ভাগই বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বাসিন্দা। এর পিছনে কোনও চক্র যুক্ত কি না, দেখছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী জানান, ধৃতদের থানায় নিয়ে এসে জেরা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Military exam Certificate Fake certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE