Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শিকড়ের সরস্বতীতে কুর্নিশ নারীকে

রোজ সকালে উঠে এলাকার বাড়ি বাড়ি ঘুরে দুধ পৌঁছে দেওয়া তাঁর পেশা। কিন্তু কেটে নেওয়া গাছের শিকড় দেখলেই তাঁকে রোখা দায় হয়ে পড়ে। তিনি কালনার চারাবাগান এলাকার চড়কতলার সূর্যশেখর সিংহরায়। এ বারের সরস্বতী পুজোয় কুড়িয়ে পাওয়া গাছের শিকড় দিয়েই তিনি তৈরি করছেন সরস্বতী প্রতিমা।

মূর্তি তৈরিতে ব্যস্ত সূর্যশেখরবাবু। নিজস্ব চিত্র।

মূর্তি তৈরিতে ব্যস্ত সূর্যশেখরবাবু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৯
Share: Save:

রোজ সকালে উঠে এলাকার বাড়ি বাড়ি ঘুরে দুধ পৌঁছে দেওয়া তাঁর পেশা। কিন্তু কেটে নেওয়া গাছের শিকড় দেখলেই তাঁকে রোখা দায় হয়ে পড়ে। তিনি কালনার চারাবাগান এলাকার চড়কতলার সূর্যশেখর সিংহরায়। এ বারের সরস্বতী পুজোয় কুড়িয়ে পাওয়া গাছের শিকড় দিয়েই তিনি তৈরি করছেন সরস্বতী প্রতিমা।

কাজের ফেরে কোনও প্রথাগত তালিম নেওয়া হয়নি সূর্যবাবুর। কিন্তু শিকড় দিয়ে শিল্পকর্ম তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। দীর্ঘদিন ধরে সূর্যশেখরবাবু গাছের শিকড় দিয়ে তৈরি করছেন বিভিন্ন রকম মূর্তি, মুখোশ। শিল্পকর্মের বিষয় নির্বাচনও বেশ অভিনব। দেবদেবী, শিক্ষা ব্যবস্থা থেকে ৭৬-এর মন্বন্তর— সবই তাঁর আগ্রহের বিষয়। সূর্যশেখরবাবু জানান, ১৫ বছর বয়স থেকে তিনি মূর্তি তৈরি করছেন। তবে শুধু কুড়িয়ে নয়, মাঝেসাঝে গ্যাঁটের কড়ি খরচ করেও গাছের শিকড় কিনতে হয় তাঁকে। দিনভর কাজের শেষে বছর পঁয়ত্রিশের সূর্যশেখরবাবু শিল্পের কাজে হাত দেন বলে জানান শিল্পীর স্ত্রী অপর্ণা সিংহরায়।

এ বার শিকড়ের তৈরি সরস্বতী প্রতিমা দেখা যাবে কালনার ১০৮ শিব মন্দির চত্বরের স্পুটনিক ৭০ ক্লাবের মণ্ডপে। বাঁশ, সেগুন, আকর-সহ বিভিন্ন গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে মূর্তিটি। আচমকা এমন পরিকল্পনা কেন? সূর্যশেখরবাবুর কথায়, ‘‘শিল্পের মধ্যে দিয়েই নারী জাতির সম্মান প্রদর্শন করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE