Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হল শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘ। বুধবার স্পন্দন মাঠে লিগের চূড়ান্ত খেলায় অগ্রদূত ও রতন স্মৃ্ৃতি সঙ্ঘের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দু’দলের পয়েন্ট সমান হলেও গোলের গড়ে এগিয়ে থাকার জন্য চ্যাম্পিয়ন হল অগ্রদূত।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৬
Share: Save:

জয়ী অগ্রদূত

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হল শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘ। বুধবার স্পন্দন মাঠে লিগের চূড়ান্ত খেলায় অগ্রদূত ও রতন স্মৃ্ৃতি সঙ্ঘের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দু’দলের পয়েন্ট সমান হলেও গোলের গড়ে এগিয়ে থাকার জন্য চ্যাম্পিয়ন হল অগ্রদূত। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, লিগের আটটি ম্যাচে অগ্রদূত সঙ্ঘ ও রতন সঙ্ঘের পয়েন্ট ছিল ২২। অগ্রদূত ২৭টি গোল করেছিল। বিপক্ষে গোল হয়েছিল ১টি। অন্য দিকে রতন সঙ্ঘ ২৪টি গোল করে। কিন্তু তাদের বিপক্ষে ৪টি গোল হয়েছে। তাই লিগ হাতছাড়া হল রতন সঙ্ঘের। অগ্রদূত সঙ্ঘের ক্লাব কর্তা বিবেকানন্দ সেন ও সঞ্জীব মল্লিক জানান, ১৯৮৫ সাল থেকে ফুটবল লিগে যোগ নেওয়া শুরু। আর্থিক কারণে টানা ১৫ বছর কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারেনি এই ক্লাব। এর পর ২০১২ সালে ফের জেলা ফুটবল লিগে নাম লেখায় অগ্রদূত। সেই বছর তৃতীয় ডিভিশন লিগে রানার্স ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে উঠেছিল এই ক্লাব। এ বছর দ্বিতীয় ডিভিশনে জয়ী হয়ে প্রথম ডিভিশন লিগে খেলার ছাড়পত্র পেল অগ্রদূত।

নিখোঁজ তরুণীর দেহ জামুড়িয়ায়

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

নিঁখোজ এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার বেলবাদের বাসিন্দা পূজা জরদিয়া (১৯) আটান্ন দিন আগে রাত বারোটা নাগাদ বাড়ির বাইরে বাথরুমে যান। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দা কৈলাশ গোপ জানান, বুধবার সকালে ইসিএল নির্মিত একটি কুয়ো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখে তাঁরা পুলিশে খবর দেন। উদ্ধারকার্যে পুলিশকে সাহায্য করে দমকলও। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

নিঁখোজ এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার বেলবাদের বাসিন্দা পূজা জরদিয়া (১৯) আটান্ন দিন আগে রাত বারোটা নাগাদ বাড়ির বাইরে বাথরুমে যান। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দা কৈলাশ গোপ জানান, বুধবার সকালে ইসিএল নির্মিত একটি কুয়ো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখে তাঁরা পুলিশে খবর দেন। উদ্ধারকার্যে পুলিশকে সাহায্য করে দমকলও। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পূর্বস্থলী থেকে অস্ত্র-সহ ধৃত তিন

নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী

অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পূর্বস্থলীর নসরতপুর এলাকা থেকে বাপন শেখ ওরফে রহমত, ফজাই আলি শেখ এবং গৌতম দাস নামে ওই তিনজনকে ধরা হয়। ধৃতদের বাড়ি নবদ্বীপ, ডাঙাপাড়া এবং গৌরাঙ্গ পাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, কিছু রড ও দড়ি মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুজোর মরসুমে সমুদ্রগড়ের তাঁতের ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যেই ওই তিন জন জড়ো হয়েছিল। জেরায় দুষ্কৃতীরা তা স্বীকার করেছে বলেও পুলিশের দাবি।

দুর্ব্যবহারের নালিশ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগে কুলটি থানায় স্মারকলিপি দিল তৃণমূল। তৃণমূল নেতা বাচ্চু রায় অভিযোগ করেন, দলের মধ্যে তাঁর ঘনিষ্ঠ কর্মীরা কোনও কারণে থানায় গেলে পুলিশ তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করছে না। নানা অছিলায় তাঁদের হয়রানও করে। তাঁর আরও অভিযোগ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশ মোটরবাইক আরোহীদের হয়রান করছে। পুলিশ এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

দুর্ঘটনায় জখম ২০

নিজস্ব সংবাদাদাতা • জামুড়িয়া

মিনিবাসের সঙ্গে ডাম্পারে ধাক্কায় জখম হলেন জনা কুড়ি যাত্রী। বুধবার সকাল ১১ টা নাগাদ জামুড়িয়ার নিঘায় আসানসোল থেকে জামুড়িয়াগামী মিনিবাসটি একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়েধাক্কা মারে। জখম যাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনায় জখম

নিজস্ব সংবাদাদাতা • জামুড়িয়া

মিনিবাসের সঙ্গে ডাম্পারে ধাক্কায় জখম হলেন জনা কুড়ি যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ জামুড়িয়ার নিঘায় আসানসোল থেকে জামুড়িয়াগামী মিনিবাসটি একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়েধাক্কা মারে। জখম যাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়।

স্মৃতি ফুটবলে চ্যম্পিয়ন ইকড়া

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

অশোক সঙ্ঘ আয়োজিত শ্যামাপদ দত্ত ও পশুপতি দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয় ইকড়া এফএ। তারা রানিগঞ্জ রেল মাঠে রানিগঞ্জ এফসিসি-কে ২-১ গোলে হারায়। জয়ী দলের রবি মাজি ও সত্যপদ দত্ত এবং পরাজিত দলের শান্তি মাজি গোল করেন। পুরষ্কার বিতরণে ছিলেন মহমেডানের বিজয় মাণ্ডি এবং রানিগঞ্জ বিবেকানন্দ আশ্রমের ব্রহ্মচারী জগদীশ চন্দ।

জিতল পলস

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জিতল পলস ক্লাব। বুধবার গোপালপুর মাঠে তারা সাঁকতোড়িয়া এফসিকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।

জয়ী ফরিদপুর

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

চিচুড়িয়া সুভাষ সমিতি আয়েজিত ফুটবল প্রতিযোগিতায়, প্রথম দিনের খেলায় জিতল ফরিদপুর। চিচুড়িয়া মাঠে হওয়া ওই খেলায় তারা মেটালধাওড়াকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে দেয়।

মহিলার দেহ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

জাতীয় সড়কের পাশ থেকে কুলটি থানার পুলিশ বুধবার ভোরে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করে। মৃতের আনুমানিক বয়স ৪৭ বছর। জাতীয় সড়কের চৌরঙ্গি এলাকায় দেহটি মেলে। পুলিশের অনুমান, রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় এমন ঘটে থাকতে পারে।

প্রয়াত কানু গুহ

নিজস্ব সংবাদদাতা • হিরাপুর

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রদেশ কংগ্রেস সদস্য কানু গুহ (৬৬)। রেখে গেলেন পুত্র, কন্যা ও স্ত্রীকে। সোমাবার রাতে তাঁর মৃত্যুর পর শ্রমমন্ত্রী মলয় ঘটক ফোনে প্রয়াত নেতার স্ত্রীকে সহানুভূতি জানান।

ভ্রম সংশোধন

বুধবার ‘বৈঠক হল বোনাস নিয়ে’ শীর্ষক খবরে সিটু অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানার
শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজের সৌরভ দত্তকে সাধারণ সম্পাদক লেখা হয়েছিল।
তিনি সাংগঠনিক সম্পাদক। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE