Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

এক ঠিকাদারকে প্রকৃত খরচের থেকে বাড়িয়ে বিল জমা দিতে বলার অভিযোগ উঠল আসানসোল গার্লস কলেজের পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। বার্নপুরের ওই ঠিকাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কৌশিক মুখোপাধ্যায় নামে ওই ঠিকাদার ১০০টি বেঞ্চ তৈরির বরাত পেয়েছিলেন।

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০০:৫১
Share: Save:

হুমকির অভিযোগ ঠিকাদারের

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

এক ঠিকাদারকে প্রকৃত খরচের থেকে বাড়িয়ে বিল জমা দিতে বলার অভিযোগ উঠল আসানসোল গার্লস কলেজের পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। বার্নপুরের ওই ঠিকাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কৌশিক মুখোপাধ্যায় নামে ওই ঠিকাদার ১০০টি বেঞ্চ তৈরির বরাত পেয়েছিলেন। মোট খরচ হয় ৩ লক্ষ ৮০ হাজার টাকা। চেয়ার সরবরাহ করার পরে তিনি বিল আদায়ের জন্য কলেজে প্রয়োজনীয় নথি জমা দেন। কৌশিকবাবু অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর কলেজ পরিচালন সমিতির সদস্য সুহৃদ বসুমল্লিক তাঁকে ফোন করে জানান, কাজ ভাল হয়েছে। তার পর খরচের মূল হিসেবের সঙ্গে ৮০ হাজার টাকা বাড়িয়ে নতুন বিল জমা দিতে বলেন তিনি। ওই ঠিকাদারের আরও দাবি, “আমি ওই কথার গুরুত্ব দিইনি। ২১ সেপ্টেম্বর সুহৃদবাবু ফের আমাকে ফোন করেন। তাঁর কথা শুনেই চলতে হবে বলে হুমকি দেন। যে টাকা বাড়াতে বলা হয়েছে সেটা তাঁকে দিতে হবে জানান। আমি পুরো বিষয়টি জানিয়ে কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছি।” সুহৃদবাবু আগে আসানসোল গার্লস কলেজেই পড়াতেন। বর্তমানে অবসর নিয়েছেন। তিনি দীর্ঘ দিন ওই কলেজের পরিচালন সমিতিতে শিক্ষা দফতর মনোনীত সদস্য হিসেবে নিযুক্ত রয়েছেন। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “যা বলার আমি কলেজ কর্তৃপক্ষকে বলব।” আসানসোল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্দীপ ঘটক বলেন, “২৯ নভেম্বর কলেজের অর্থ বিষয়ক কমিটির বৈঠক রয়েছে। সে দিন এই বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শ্রমিকদের দায়িত্বশীল হতে পরামর্শ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

শ্রমিকদের দায়িত্বশীল করে তোলার পাশাপাশি শ্রমিক সংগঠনের সঠিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। তবেই শিল্পের প্রকৃত পরিবেশ তৈরি হবে। বুধবার দুর্গাপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান আইএনটিটিইউসি নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এ দিন ‘দুর্গাপুর সেন্টার অফ আরবান ডেভলপমেন্ট’ এবং ‘আনন্দগোপাল মেমোরিয়াল সোসাইটি’র উদ্যোগে প্রয়াত শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ ও বিধায়ক আনন্দগোপাল মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। গত বছরও এমন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, আইএনটিইউসি নেতা কামরুজ্জামান কামার। এ বারের অনুষ্ঠানে শোভনদেববাবু ছাড়াও ছিলেন রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতার, বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকার প্রমুখ। শ্রম সম্পর্ক বিষয়ক আলোচনায় যোগ দিয়ে শোভনদেববাবু বলেন, “শ্রমিকেরা যেন পাওনা থেকে বঞ্চিত না হয় তা দেখবেন। শ্রমিকেরা তাঁদের দায়িত্ব পালন করবেন। অন্য দিকে দাবি-দাওয়া আদায়ে শ্রমিক সংগঠনের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে।” এ দিন ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচ মাথার মোড় পর্যন্ত রাস্তাটির নাম আনন্দগোপালবাবুর নামে করার কথা ঘোষণা করেন তাঁর ছেলে তথা শহরের মেয়র, বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। এত দিন ওই রাস্তাটির নাম ছিল ‘নাচন রোড’। সন্ধ্যায় পুতুল নাচ পরিবেশিত হয়।

তৃণমূলের পতাকা নিয়ে মিছিলে অলোক

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

সরকারি ভাবে তৃণমূল যতই বহিষ্কার করুক, তৃণমূলের পতাকা নিয়েই মিছিল করলেন যুব নেতা অলোক দাস। বুধবার বিকেলে জামুড়িয়া বাজারে মিছিলটি হয়। কয়েক হাজার মানুষের এই মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এর আগে শ্যাম সেল-সহ বেশ কয়েকটি কারখানায় তোলাবাজির অভিযোগে অলোক দাসকে বহিষ্কার করেছিল তৃণমূল। কিন্তু বহিষ্কৃত নেতা দলের পতাকা নিয়ে মিছিল করলেন কী ভাবে? তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসন বলেন, “দল থেকে বহিষ্কৃত কেউ দলকে ভালবেসে কোনও কাজ করতেই পারেন। তবে বহিষ্কার হওয়ার পর কেউ যদি পুনরায় বিশৃঙ্গলা করেন তা হলে তিনি কখনও দলে ফিরতে পারবেন না।” যদিও এই ঘটনার পর বিরোধীদের দাবি, অলোক দাসের বহিষ্কার আসলে তৃণমূলের ‘নাটক’।

প্রশাসনের দ্বারস্থ বরখাস্ত শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জেলার বেসরকারি কলেজে একটানা অব্যবস্থা চলছে, অথচ প্রশাসন চুপ রয়েছে এই অভিযোগে বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের দ্বারস্থ হল দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বরখাস্ত হওয়া কিছু শিক্ষক। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই বেসরকারি কলেজটি শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, প্রয়োজনে ছুটি না দেওয়া, ছুটির দিনে ক্লাস করানো, নোটিস ছাড়াই চাকরি ছাড়তে বাধ্য করা ইত্যাদি জুলুম করছে। মাস কয়েক আগে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ছাত্র জোগাড় করে আনতে বলা হয় বলেও তাঁদের দাবি। প্রতিবাদ করায় বরখাস্ত করা হয় একশোরও বেশি শিক্ষককে। সবাইকে বিনা শর্তে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কয়েকজন কাজে যোগ দেন। বাকিরা আন্দোলন চালিয়ে যান।

বর্ধমানে শোভন

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। এ দিনের সম্মেলনে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর দাবি, “রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইলেও এক শ্রেণির সংবাদমাধ্যম সেই খবর করছে না।” সারদা কাণ্ডের তদন্তে কেউ দোষী বলে প্রমাণিত হলে তাঁর সাজা পাওয়া উচিত জানিয়ে তিনি বলেন, “এমন করে সারদা কাণ্ড নিয়ে প্রচার চলছে যেন দেশে আর কোনও সমস্যাই নেই।” এ দিনের সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন আধিকারিক যোগ দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পড়ুয়াদের মোটরবাইকে চড়ে ঘুরলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। আশিসবাবু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ও গবেষক বলে পরিচয় দেন। পড়ুয়া ও শিক্ষকদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন তিনি। উপাচার্য স্মৃতিকুমার সরকারকে আশিসবাবু জিজ্ঞাসা করেন, “অনেক শিক্ষক প্রয়াত হয়েছেন, অনেকে অবসর নিয়েছেন শুনলাম। কিন্তু তাঁদের জায়গায় এখনও শিক্ষক নিয়োগ করা হয়নি কেন?” উপাচার্য বলেন, “নিয়োগের প্রক্রিয়া চলছে। কয়েক মাসের মধ্যেই শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে।”

পথ দুর্ঘটনা, মৃত ১

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি রায়না থানার লায়েকা বাজার এলাকার বাসিন্দা মৃত সুজিতকুমার সাউ (১২) মোগলমারির একটি প্রাথমিক স্কুলের পড়ুয়া। মঙ্গলবার বিকেলে স্কুল শেষে বর্ধমান-আরামবাগ রুট ধরে বাড়ি ফিরবার সময় সুজিতকে একটি ট্রাক ধাক্কা মারে। তাকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় তার।

অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র রূপনারায়ণ মণ্ডল (১৫) নিবেদিতা পল্লির বাসিন্দা। মৃতের কাকা মানস মণ্ডল জানান, পড়াশোনায় ঢিলেমি দেওয়ার জন্য টাউন স্কুলের ছাত্র রূপকে তার মা মঙ্গলবার রাতে তাকে বকাঝকা করে। সকালে তার সাড়া না পেয়ে মা-ই ঘরে ঢুকে দেহটি দেখেন বলে জানা গিয়েছে।

জল কেনার দাবি

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বোরো চাষে জল না মেলায় জল কিনে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি জানাল কৃষকসভা। বুধবার কৃষকসভার জেলা সম্পাদক আব্দুল রাজ্জাক বলেন, “বাম আমলে বোরো চাষের জল না মিললে তেনুঘাট জলাধারের জল কেনা হত।” জল না মিললে চাষে ক্ষতি ছাড়াও ভূ-গর্ভস্থ জলস্তর নেমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE